আরও পড়ুনঃ অধ্যাপিকা হতে চায় উচ্চ মাধ্যমিকের ষষ্ঠ কলা বিভাগের সৌমিলি মণ্ডল, প্রাপ্ত নম্বর ৪৯১
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা নামতেই এদিন শুরু হয় ঝড়বৃষ্টি। আর সেই ঝড়েই মাথা গোজার আশ্রয় হারালেন উত্তর ২৪ পরগনা জেলার হাবরা বিধানসভা কেন্দ্রের কুমড়া গ্রাম পঞ্চায়েতের কুমড়া ঘোষপাড়া এলাকায় এক পরিবার। ঝড়ের দাপট এতটাই ছিল যে বাড়িতে টিনের চালের উপর ভেঙে পড়লো শিরিষ গাছের মোটা ডাল। সেই সময় ঘরের মধ্যে ছিলেন পরিবারের সকলে। টিনের ছাদের ওপর গাছের ডাল ভেঙে পড়ায় রীতিমতো ক্ষতিগ্রস্ত হয় বাড়িটি। ভেঙে যায় ঘরের দেওয়ালও। আর তখনই ঘরের মধ্যে থাকা বছর নয়ের ঋতিকা ভট্টাচার্যের মাথার উপর পরে দেওয়ালের ভাঙ্গা অংশ। গুরুতর আহত হয় ঋতিকা। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে নিয়ে যায় হাবরা স্টেট জেনারেল হাসপাতালে।
advertisement
আরও পড়ুনঃ একের পর এক বিস্ফোরণের জের, চম্পাহাটিতে তিন মাস বন্ধ বাজি তৈরি ও বিক্রি! রাতারাতি কর্মহীন ৪০ হাজার
ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় কুমড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্প বিশ্বাস। তিনি জানান, ‘ইতিমধ্যে বিডিও অফিসে জানানো হয়েছে এবং আহত ঋতিকার পরিবারের পাশে থাকারও আশ্বাস দেওয়া হয়েছে।’ ঝড় কেড়ে নিয়েছে মাথার ছাদ এখন কোথায় থাকবেন কী করবেন বুঝে উঠতে পারছেন না পরিবারের কেউই। প্রশাসনিক সাহায্যের দিকেই তাকিয়ে অসহায় পরিবার। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী জেলায় এখনও বেশ কয়েকদিন চলবে এ ধরনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি।
Rudra Narayan Roy