TRENDING:

North 24 Parganas News: শহরেই এক টুকরো শান্তিনিকেতন! সোনাঝুরির হাট এখন নিউটাউনেই, কোথায় বসছে, কী কী পাওয়া যাচ্ছে

Last Updated:

North 24 Parganas News: শহর তিলোত্তমার বুকে ব্যস্ত এ জীবনের মাঝে সপ্তাহ শেষে উইকেন্ডে টুক করে সময় করে ঘুরে আসতে পারেন সোনাঝুরিতে। যাতায়াতের ক্ষেত্রে বেশি সময় লাগবে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: মন চাইছে সোনাঝুরির হাটে গিয়ে গ্রাম বাংলার হাতের কাজের জিনিস, পছন্দের শাড়ি, অলংকার বা ঘর সাজানোর জিনিস কিনতে? তাহলে আর চিন্তা নেই। শহর তিলোত্তমার বুকে ব্যস্ত এ জীবনের মাঝে সপ্তাহ শেষে উইকেন্ডে টুক করে সময় করে ঘুরে আসতে পারেন সোনাঝুরিতে। যাতায়াতের ক্ষেত্রে বেশি সময় লাগবে না। কারণ এখন সোনাঝুরি আর বীরভূমের শান্তিনিকেতনেই শুধু নয়, গোটা সোনাঝুরির হাট-ই বসছে নিউটাউনে। শুক্র, শনি, রবি তিন দিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে এই সোনাঝুরির হাট। অ্যাক্সিস মলের ব্রিজের নীচে কমিউনিটি জোনে বসেছে এই সোনাঝুরির হাট।
সোনাঝুরি হাট নিউটাউন
সোনাঝুরি হাট নিউটাউন
advertisement

বেলার দিকে তেমন ভিড় চোখে না পড়লেও, সন্ধ্যা নামতেই উপচে পড়ছে ভিড়। কী নেই সেখানে! ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে হ্যান্ডলুম শাড়ি, কাঁথা স্টিচ, নকশা করা শাড়ি-শার্ট, নানা ধরনের অলংকার, মহিলাদের ব্যবহারের ব্যাগ, চাদর, এমনকি খাওয়ার নানা উপকরণের বড়িও পেয়ে যাবেন এই হাটে। হুবহু সোনাঝুরির মতোই আমেজ উপভোগ করতে পারবেন এখানে। বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী বিক্রেতারা এসেছেন নিজেদের জিনিসের সম্ভার নিয়ে। চুড়িদার থেকে ঘর সাজানোর জিনিস, পাপড় থেকে শুরু করে একতারা সব কিছুই পাওয়া যাচ্ছে সোনাঝুরির এই হাটে।

advertisement

আরও পড়ুন: গালে মিশছে গাল, বিমানবন্দরে আদুরে মুহূর্তে নবদম্পতি আশিস-রূপালি, ৫৮-৫০ প্রেমগাথা

নতুন প্রজন্মের ছেলে মেয়েদের পাশাপাশি শহর ও শহরতলির মহিলারাও ভিড় জমাচ্ছেন তিলোত্তমার এই সোনাঝুরির হাটে। পাশাপাশি চলছে খাওয়া দাওয়াও। সপ্তাহান্তে পরিবারের বা প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে, পাশাপাশি শপিংয়ের ইচ্ছে থাকলে একবার ঘুরে আসাই যায় এই হাটে। ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে এনকেডিএ অনুমতি নিয়ে শুরু হয়েছে এই অভিনব উদ্যোগ। মোট ৫২টি স্টল রয়েছে এই হাটে। জিনিসের দামও রাখা হয়েছে সাধ্যের মধ্যেই।

advertisement

View More

সংগঠনের ফাউন্ডার মেম্বার রাজর্ষি দাস জানান, এখন থেকে সপ্তাহ শেষে তিন দিন ধরেই চলবে এই সোনাঝুরির হাট। ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে মানুষের। আগামী দিনে আরও স্টলের সংখ্যাও বাড়বে বলে আশাবাদী। সব মিলিয়ে জমজমাট নিউটাউনের সোনাঝুরির হাট। তবে শহরের বুকে সোনাঝুরির হাট পেলেও মিস কিন্তু করবেন কোপাই নদীকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: শহরেই এক টুকরো শান্তিনিকেতন! সোনাঝুরির হাট এখন নিউটাউনেই, কোথায় বসছে, কী কী পাওয়া যাচ্ছে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল