পুলিশ সূত্রে খবর, কালিন্দী এলাকার বাসিন্দা পেশায় ইংল্যান্ডের চিকিৎসক লিজা মুখোপাধ্যায় লেক টাউন থানায় অভিযোগ জানান যে, তার মা ৭৩ বছরের বৃদ্ধা জয়শ্রী গোস্বামী কালিন্দী এলাকায় থাকেন। পেশার তাগিদে বিদেশে থাকার জন্যে মায়ের দেখাশোনা করার জন্যে তিনি ২০১৮ সালে ট্রিবিকা কেয়ার নামের একটি সংস্থার সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে মাসিক আট হাজার টাকা বেতনের পরিপ্রেক্ষিতে একজন কেয়ার ম্যানেজারকে জয়শ্রী দেবীর দেখাশোনার জন্যে নিয়োগ করেন। তবে ২০২০ সালে সেই কেয়ার ম্যানেজারকে পরিবর্তন করে ওই সংস্থা। এরপরই ওই বৃদ্ধার দেখাশোনার জন্যে সুদীপ্ত বিশ্বাস নামে আর এক ব্যক্তিকে কেয়ার ম্যানেজার নিয়োগ করে ওই সংস্থা।
advertisement
আরও পড়ুন - Jasprit Bumrah Ruled Out : ৬ দিন আগেই দলের সঙ্গে নাম জুড়ে দেওয়া হয়েছিল, আর তারপরেই এল দুঃসংবাদ
পুলিশ সূত্রে খবর, চলতি মাসে জয়শ্রী দেবীর কন্যা লিজা মুখোপাধ্যায় কলকাতায় ফিরে দেখতে পান, তার মায়ের ব্যাঙ্ক থেকে ১৯ লক্ষ টাকা উধাও হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে জানতে পারে ওই বৃদ্ধা বিভিন্ন সময় ব্যাঙ্ক থেকে টাকা তোলার জন্যে ওই কেয়ার ম্যানেজারকে চেক লিখে দিতেন। বিভিন্ন সময় ওই ম্যানেজার চেকে সাক্ষর ভুল আছে বলে অন্য ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে নিত বলে পুলিশ সূত্রে খবর। সেই চেক দিয়ে নিজের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করত অভিযুক্ত।
আরও পড়ুন - Viral Video: মাঠেই দুম করে চুমু খেলেন যুজবেন্দ্র চাহাল, ভিডিও ভাইরাল না হয়ে যায় কোথায়!
এছাড়াও বৃদ্ধার এ টি এম কার্ডের পিন নম্বর জেনে সেখান থেকেও টাকা তুলতো বলে পুলিশ সূত্রে খবর। এরপরই অভিযুক্ত কেয়ার ম্যানেজার সুদীপ্ত বিশ্বাসকে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হলে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে লেকটাউন থানার পুলিশের পক্ষ থেকে ।
Rudra Narayan Roy