সে সময় থেকে গ্রামবাসীদের অভিযোগ ছিল রাস্তার জন্য এলাকার ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না। কয়েক দশক ধরে এই রাস্তার বেহাল দশার জন্য নানা সমস্যায় ভুগছিলেন বাসিন্দারা। বিশ্বজিৎ বাবু সে সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা করে দেওয়ার। অবশেষে ছয় কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য বরাদ্দ হয়েছে দু কোটি টাকা।
আরও পড়ুন: ৫০০ বছরের পুরনো পুজো! রয়েছে বিশেষ রীতি, কাতারে কাতারে মানুষ জমান ভিড়
advertisement
আরও পড়ুন: ট্রাকের চাকায় পিষে গেল মাথা, শ্বশুরবাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে আর ফেরা হল না বাড়ি! ভয়ঙ্কর দুর্ঘটনা
অবশেষে রাস্তার বেহাল দশা বদলাতে চলেছে। আর তাই উচ্ছ্বাস গ্রামবাসীদের। বাসিন্দারা ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক বিশ্বজিৎ দাস কে। বিষয়টি নিয়ে বিশ্বজিৎ বাবু বলেন, “স্বাধীনতার পর থেকে ওই রাস্তা বেহাল অবস্থায় ছিল। আমি নিজে গিয়ে রাস্তাটি দেখে এসেছিলাম। মুখ্যমন্ত্রীকে জানানোর পর তিনি এই রাস্তার জন্য টাকা বরাদ্দ করেছেন। রাস্তা সংস্কার হলেই আর এলাকার ছেলে মেয়েদের বিয়ের জন্য কোন সমস্যার সম্মুখীন হতে হবে না। পাশাপাশি চিকিৎসা ও প্রয়োজনের কারণে যাতায়াতের ক্ষেত্রেও আর সমস্যার সৃষ্টি হবে না।” সব মিলিয়ে খুশি এলাকার মানুষজন।
Rudra Narayan Roy