East Bardhaman News: ৫০০ বছরের পুরনো পুজো! রয়েছে বিশেষ রীতি, কাতারে কাতারে মানুষ জমান ভিড় 

Last Updated:

প্রত্যেক বছর মাঘ মাসের পূর্ণিমার দিন পঞ্চানন পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন সকল গ্রামবাসী। ফুল, বেলপাতা ও পুজোর অন্যান্য উপাচারের সঙ্গে দেওয়া হয় মাটির জোড়া ঘোড়া!

+
পঞ্চানন

পঞ্চানন পুজো 

পূর্ব বর্ধমান: প্রত্যেক বছর মাঘ মাসের পূর্ণিমার দিন পঞ্চানন পুজোকে কেন্দ্র করে মেতে ওঠেন সকল গ্রামবাসী। ফুল, বেলপাতা ও পুজোর অন্যান্য উপাচারের সঙ্গে দেওয়া হয় মাটির জোড়া ঘোড়া! এটাই পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের উত্তর বেলগ্রামের বাবা পঞ্চানন পুজোর রীতি। পঞ্চানন পুজো এই গ্রামের প্রধান উৎসব ।
স্থানীয় এক গ্রামবাসী সূত্রে জানা গিয়েছে, প্রায় ৫০০ বছরেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে । এই প্রসঙ্গে উত্তর বেলগ্রামের স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ দত্ত বলেন, “আমাদের গ্রামের পুজো প্রায় ৫০০ বছরের। মাঘী পূর্ণিমায় পুজো হয়। দত্ত বংশের সেবায়িত রাধাকান্ত দত্তের এই পুজো শুরু করেন। প্রতিবছর এখনও পুজো হয়। “
advertisement
advertisement
প্রত্যেক বছরের মত এবছরেও ধুমধাম সহকারে অনুষ্ঠিত হয় উত্তর বেলগ্রামের পঞ্চানন পুজো । পুজো প্রাঙ্গণে উপচে পড়ে বহু মানুষের ভিড়। জানা গিয়েছে, বিভিন্ন সূত্রে গ্রামের বহু মানুষ বাইরে থাকলেও তাঁরা প্রত্যেকেই শুধুমাত্র এই পুজোতে ফিরে আসেন গ্রামে।
advertisement
জানা গিয়েছে, প্রথমে গ্রামের মধ্যে অবস্থিত ছোট মন্দিরে পুজো হয় পঞ্চাননের। তারপর ঠিক দুপুর বেলায় সকল গ্রামবাসী পুজোর ডালি সাজিয়ে একে একে চলে যান মাঠে পঞ্চানন তলায়। স্থানীয় বাসিন্দা শম্ভুনাথ দত্ত আরও বলেন, “বাতাসা লুট সবথেকে বেশি আনন্দের। এর জন্য মেলাতে বহু মানুষ উপস্থিত হয়।” পাঁচদিন ধরে চলে মেলা । গ্রামের ছেলেরা নিজেরাই একদিন যাত্রা অনুষ্ঠানও করেন । এছাড়াও থাকে বাউল গান-সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
advertisement
বনোয়ারীলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: ৫০০ বছরের পুরনো পুজো! রয়েছে বিশেষ রীতি, কাতারে কাতারে মানুষ জমান ভিড় 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement