Crime News: জঙ্গলে জোড়া দেহ! দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
Crime News: সাত সকালে ভয়ঙ্কর দৃশ্য পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গল। চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গল থেকে দুই নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর: সাত সকালে ভয়ঙ্কর দৃশ্য পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গলে। চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গল থেকে দুই নাবালিকার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মৃতদেহের চারপাশে থেকে উদ্ধার হয়েছে নানা জিনিস। পড়ে থাকতে দেখা গিয়েছে ভাঙা মোবাইলে টুকরো। পাওয়া গিয়েছে একটি ছুরি, সঙ্গে চুড়িদারের একটি ওড়না।
সকালে উঠেই এলেকাবাসি দেখেন এই ভয়ানক দৃশ্য। তাঁরা দেখেন ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দুই নাবালিকার ঝুলন্ত দেহ। এই দুইজনের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে, অপর জনের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এর মধ্যে একজন চন্দ্রকোনা রামগড়ের বাসিন্দা, অন্যজন কোথায় থাকে তা এখনও জানা যায়নি।
advertisement
advertisement
কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা তা অবশ্য এখনও ধোঁয়াশায়। চন্দ্রকোনা থানার পুলিশ ইতিমধ্যেই মৃত উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। পুরো বিষয় খতিয়ে দেখা হচ্ছে, শুরু হয়েছে তদন্ত। যদিও স্থানীয়দের প্রাথমিক অনুমান দুই নাবালিকাকে কেউ বা কারা খুন করেছে। ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কে এলাকাবাসি।
advertisement
সুকান্ত চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2024 1:16 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Crime News: জঙ্গলে জোড়া দেহ! দুই নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে তুমুল চাঞ্চল্য