TRENDING:

North 24 Parganas News: পর্বত জয় হল না! তুষার ঝড় প্রাণ কাড়লো নিউ ব্যারাকপুরের সন্দীপের

Last Updated:

North 24 Parganas News: দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন শৃঙ্গ জয়ের নেশায় ট্রেকিং করে আসছেন সন্দীপ। কিন্তু শেষ পর্যন্ত এই পরিণতি হবে কেউ ভাবতেই পারছে না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: উত্তর কাশিতে তুষার ধসে দুর্ঘটনার সম্মুখীন হন নব বারাকপুর থানার কামারগাতি এলাকার সন্দীপ সরকার। ঘটনার খবর পরিবারের কাছে পৌঁছতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিন পরিবারের সাথে কথা বলতে আসেন জেলাশাসক দফতর থেকে আধিকারিকেরা। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন শৃঙ্গ জয়ের নেশায় ট্রেকিং করে আসছেন সন্দীপ। কিন্তু শেষ পর্যন্ত এই পরিণতি হবে কেউ ভাবতেই পারছে না।
advertisement

আগামী ১২ তারিখ দিল্লি থেকে বিমানে বাড়ি ফেরার কথা ছিল। গত ১১ ই সেপ্টেম্বর ৪১ জন রওনা দিয়েছিলেন উত্তরাখণ্ডের উত্তরকাশীতে দ্রৌপদী কা ডান্ডা টু পর্বত শৃঙ্গ জয়ের জন্য। সেখানেই তুষার ধসের সম্মুখীন হন সকলে। এই পরিস্থিতিতে অধিকাংশ পর্বতারোহী হারিয়ে যান। স্থানীয় সূত্রে জানা যায়, নয় জন কে জীবিত অবস্থায় উদ্ধার হয়েছে। তারা বর্তমানে প্রত্যেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাকি সকলেই মৃত বলে জানানো হয় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এদের মধ্যে পশ্চিমবঙ্গের তিন জন পর্বত আরোহীও রয়েছেন।

advertisement

আরও পড়ুন: লটারি বিক্রির কমিশন এক ধাক্কায় কমে গেল! উত্তরবঙ্গেও বন্ধ লটারি কেনা-বেচা!

ছোটবেলার বন্ধু মনোজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, গত ১১ সেপ্টেম্বর উত্তর কাশির নিম নামে এক সংস্থার সাথে ট্রেনিংয়ে গিয়েছিলো সন্দীপ। এটি একটি অ্যাডভান্স কোর্স ছিল। গত চার অক্টোবর আচমকা তুষার ধসে ৪১ জনের মধে অধিকাংশকেই আর পাওয়া যায় না। তারপর সন্দীপ সরকারের বাড়িতে এই খবর আসে, মৃতদেহ শনাক্ত করা হয়েছে। এদিন দমদম বিমানবন্দরে সন্দীপের মৃতদেহ নিয়ে আসা হয়। বন্ধু মনোজিৎ আরও জানান, ৪ তারিখ সন্দীপরা ভোর চারটে সময় বেড়িয়েছিলো। সকাল আটটা পনেরো লাগাদ দুর্ঘটনাটি ঘটে। তাদের সামিট মাত্র ১০০ মিটার দূরে ছিল। ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: পর্বত জয় হল না! তুষার ঝড় প্রাণ কাড়লো নিউ ব্যারাকপুরের সন্দীপের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল