বিরল অসুখে আক্রান্ত খুদে আহেলি রায়কে সুস্থ জীবনে ফেরানোর প্রচেষ্টায় ৬১ তম জন্মদিনকে উৎসর্গ করলেন তিনি। শুভন্যুদায়ীদের থেকে কেক-উপহার না নিয়ে, খুদে শিশুকে বিদেশে চিকিৎসা অর্থাৎ লন্ডন যাত্রার খরচের জন্য উপহার সামগ্রীর বদলে টাকা চেয়ে নিলেন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এই মর্মের একটি ভিডিও বার্তাও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় বিধায়কের তরফ থেকে। তার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই সেই বার্তায় এলো বিরাট সাড়া। তাপসবাবুর আবেদনটি 'মানবিক' বলে ক্লাব-সংগঠন, পড়ুয়া, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা ছাড়াও সমাজের সব শ্রেণীর মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।
advertisement
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের পূর্বাভাস! টানা বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ!
সব মিলিয়ে বিধায়কের জন্মদিনের অনন্য আবেদনে আহেলির চিকিৎসা ব্যায়ের সংগ্রহ অর্থ হল ৪ লক্ষ ৪৭ হাজার ৫৩৮ টাকা। এখনও অনেকেই আহেলির চিকিৎসার জন্য অর্থ দেবেন বলেও জানাচ্ছেন। এই আবেদনে সারা দিয়ে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের পর, অবশ্য সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ দিতেও ভোলেননি বিধায়ক। উল্লেখযোগ্যভাবে সেই তালিকায় রয়েছেন, নারায়ণপুর অঞ্চলের একটি প্রাইমারি স্কুলের পড়ুয়ারাও। অভিনব এই উদ্যোগে ভীষণভাবে আপ্লুত তাপসবাবু সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, 'আমি নীতিগতভাবে বিশ্বাস করি মহাপুরুষ ছাড়া কারও জন্মদিবস পালন হওয়া উচিত নয়। সেই ভাবনায় এবারে ৬০ তম জন্ম দিবসে যে উদ্যোগ নিয়েছিলাম, তাতে মানুষের অংশগ্রহণ আমাকে বেঁচে থাকার রসদ জোগাল। আহেলির লন্ডন চিকিৎসার জন্য প্রস্তুতি শুরু হয়েছে'।
আরও পড়ুন: 'পায়ে পড়ি বাঘ মামা, তুমি যে ঘরে কে তা জানত!' বেড়াতে গিয়ে বাঘের কবলে নুসরত-যশ! ভাইরাল
রাজারহাট নারায়ণপুর পূর্বাচলের বাসিন্দা আহেলি রায়। ছোটো থেকেই বিরল রক্তক্ষরণ জনিত অসুখে আক্রান্ত সে। এখন সবে ছ'বছর আহেলির। তিন বছর বয়সে ধরা পড়ে বিরল রক্তক্ষরণ জনিত এই অসুখ । চিকিৎসকদের ভাষায় বলা হয়, 'উইলব্র্যান্ড ডিজিজ'। লক্ষণ নাক, কান-সহ শরীরের বিভিন্ন অংশে অনবরত রক্তপাত ঘটে। রক্তে প্লাজমা দিলে, তাতে সাময়িক সুস্থ হলেও, এই রোগের ডাক্তারি খরচ সাধ্যের বাইরে। বিরল এই রোগের কারণে বাচ্চার দৌড়ঝাঁপ নিষেধ বলছেন, আহেলির মা প্রিয়াঙ্কা রায়।বছর কয়েক আগে আহেলির বিরল রোগটির সম্পর্কে জানতে পারেন এলাকার বাসিন্দা বিধায়ক তাপস চ্যাটার্জি। সেই থেকেই এই খুদেকে সুস্থ জীবনের ফেরানোর ব্রত নিয়েছেন তিনি। আহেলির চিকিৎসার জন্য রক্তদান শিবির ও খুদেকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক। তবে সবকিছুকে ছাপিয়ে গেল, এবারের তাপস চ্যাটার্জির জন্মদিনে মানবিক এই অর্থ সংগ্রহ। এই উদ্যোগকে রীতিমতো বাহবা দিচ্ছেন সমাজের সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবিরাও।
রুদ্র নারায়ণ রায়