বর্ষাকালে রাস্তায় জল জমে চলাচলে অসুবিধা হয়। গ্রামবাসিরা জানান, এটি প্রাইমারি স্কুল, হাইস্কুলে যাওয়ার সহজ রাস্তা, এবং হাসপালে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা হিসেবে ব্যবহার করে থাকেন এলাকাবাসীরা। রাস্তা দিয়ে চলাচলের ক্ষেত্রে প্রতিমুহূর্তে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। এমন কী হাঁটা চলার ক্ষেত্রেও ঘটছে দুর্ঘটনা।
আরও পড়ুন: পয়লা বৈশাখে বসিরহাট পুরসভার বিরাট উদ্যোগ, 'এই' ভাবে আবর্জনা মুক্ত হবে সীমান্ত শহর
advertisement
স্থানীয়দের দাবি, স্বাধীনতার পর চাঁদপাড়ায় প্রথম রাস্তা এটি। এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা বারবার প্রশাসানকে জানিয়েও কোন কাজ হচ্ছে না। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেলেও, রাস্তা হয়নি। ফলে বাধ্য হয়ে এলাকাবাসীরাই বিক্ষোভ করছেন। তারা জানান, রাস্তা না হলে এবার আর ভোট দিতে যাবেন না তারা।
আরও পড়ুন: গৃহবধূর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও প্রকাশের নাম করে ব্ল্যাকমেল! তারপরের ঘটনা অবাক করবে
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই স্থানীয় স্তরে কটাক্ষ শুরু করেছে বিরোধী দল। শাসক দলের তরফ থেকে অবশ্য জানানো হচ্ছে, এই রাস্তা তৈরির জন্য তালিকা দেওয়া হয়েছে। আগামী অর্থ বর্ষেই করা হবে রাস্তা সংস্কার। বিষয়টি নিয়ে স্থানীয় স্তরে তৈরি হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। কত দিনে বেহাল রাস্তা সংস্কার হয় এখন সেদিকেই তাকিয়ে সকলে।
Rudra Narayan Roy