জানা গিয়েছে, ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর মন্ডলপাড়া মনসাতলার বাসিন্দা সুদীপ ঘোষ কর্মসূত্রে বাইরে থাকায়, তাঁর বাড়ির উপর এবং নীচের তলা ভাড়া দিয়েছেন দুই পরিবারকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে বহিরাগত পুরুষ ও মহিলারা ভিড় জমাচ্ছেন। এমনকি মদ্যপ অবস্থায় গালিগালাজ ও নাচগান চিৎকার চেঁচামেচিও চলছে।
আরও পড়ুন: রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ কেউ আক্রমণ করলে কী ভাবে বাঁচাবেন নিজেকে? জেনে নিন সহজ কিছু টেকনিক
advertisement
আরও পড়ুন: এইসব টিপস মাথায় রাখলেই উচ্চ মাধ্যমিকে মিলবে দারুণ নম্বর! জানুন বিস্তারিত
রীতিমতো অতিষ্ঠ হয়ে, স্থানীয়রাই ঘটনার প্রতিবাদ করে। এরপর এদিন, ঘটনার প্রতিবাদ করায় ভাড়াটিয়ারা বহিরাগতদের সঙ্গে নিয়ে এক স্থানীয় বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার বলেন, “শুনেছি গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে বহিরাগতদের আনাগোনা হচ্ছে। এলাকাবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয়দের দাবি অবিলম্বে বিষয়টি প্রশাসন হস্তক্ষেপ করে পুনরায় এলাকায় ফেরাক শান্তি।”
Rudra Nrayan Roy