রাতে থেকেই ৩৫ নম্বর জাতীয় সড়কের দীঘার মোড়ে এলাকায় চলে দত্তপুকুর ট্রাফিকের চেকিং। বড় গাড়ি যেতে দেওয়া হচ্ছে না, কারণ নো এন্ট্রি করে দেওয়া হয়েছে বারাসত চাঁপাডালিতে।পাশাপাশি নিরাপত্তার কারণে একাধিক চারাচাকা গাড়ি, বাইক কে আটক করে চলে নথি চেকিং। যাদের নথি ঠিকমতো নেই তাদেরকে জরিমানাও করা হয়। তবে চারচাকা, ছয়চাকা গাড়ি সহ বড় গাড়িকে আটকে দেওয়া হয়। তার একমাত্র কারণ জেলা কার্নিভাল অনুষ্ঠিত হবে।
advertisement
সেই কারণে প্রস্তুতি চলছে বারাসত চাঁপাডালি মোড়ে। তাই নো এন্ট্রি করা হয়েছে ওই এলাকা। বিকালে অনুষ্ঠানের পর আবারও রাস্তা খুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। এর ফলে বিভিন্ন প্রান্ত থেকে আসা গাড়ি চালকরা পরেছেন যথেষ্ট সমস্যায়। তাদের কাছে আগে থেকে এই খবর পৌছায়নি বলে জানান তারা। কার্নিভাল উপলক্ষে জেলা জুড়ে সাজসাজ রব। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই শুরু হবে অনুষ্ঠান। কার্নিভালকে ঘিরে বিশেষ পুলিশি নিরাপত্তারও বন্দোবস্ত রাখা হয়েছে জেলা জুড়ে।
রুদ্র নারায়ন রায়