৬২ তম বর্ষে বারাসত সন্ধানী ক্লাবের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। এবার এই পুজোর বাজেট ছাড়িয়েছে ৩০ লক্ষ। বাঁশের স্ট্রাকচারের কাজ শেষ, এখন লোহার পাইপ ঝালাই করে চলছে লিফটের কাজ। দিন রাত এক করে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে এই প্যান্ডেল তৈরির কাজ। বারাসতের অন্যান্য ক্লাবগুলিকে পিছনে ফেলে, সন্ধানীর পুজোর প্রচার এবার নজর কেড়েছে। এই পুজোকে ঘিরে দর্শনার্থীদের আলাদা একটা চাপ তৈরি হবে বলে মনেকরা হচ্ছে, সেই কারণে ইতিমধ্যে প্রশাসনের সাথে পুজো উদ্যোক্তাদের বৈঠক হয়েছে। পরিদর্শন করে গিয়েছেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারাও। দর্শনার্থীদের নিরাপত্তা জন্য বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। সেইমত বারাসত সন্ধানী ক্লাব সাজিয়ে তুলছে মণ্ডপ।
advertisement
আরও পড়ুন: ফের চক্রান্ত! মার্চেন্ট নেভিতে চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণা!
১৫ ফুটের লিফট তৈরি করা হচ্ছে, যা আগে কোনো প্যান্ডেলে দেখা যায়নি বলেই জানান উদ্যোক্তারা। দর্শনার্থীরা প্রতিমা দর্শন করা এবং বেড়িয়ে যাওয়ার জন্য পাঁচটি রাস্তা রাখা হচ্ছে। দর্শনার্থীরা মণ্ডপে প্রবেশ করার পর লিফটে করে আসবে শ্যামা মা।তারপর দর্শন করার পর আবারও উঠে যাবে উপরে। ইতিমধ্যেই বারাসতবাসীরা বলছেন, এ এক অভিনব চিন্তাভাবনা। সেই কারণে সন্ধানীর এবারের থিম মা আসছে লিফটে করে। এবছর এই পুজো দেখতে দর্শনার্থীদের ভিড়ের সংখ্যা বিগত বছরের ভিড়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে বলেই আশা করা হচ্ছে উদ্যোক্তাদের তরফ থেকে। তাই দর্শনার্থীদের নিরাপত্তার জন্য সিসিটিভি থেকে যাবতীয় ব্যবস্থা সাজিয়ে নেওয়া হয়েছে ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে। অপেক্ষা আর মাত্র কয়েকদিনের।
রুদ্র নারায়ন রায়