TRENDING:

North 24 Parganas News: জমিয়ে জমজমাট! মেসির আর্জেন্টিনা জিততেই রাস্তায় নাচ, রইল প্রমাণ

Last Updated:

মেসির হাতে বিশ্বকাপ উঠতেই আনন্দে ভাসলেন ভক্ত শিবে পাত্র সহ জেলার  আর্জেন্টিনা সমর্থকরা 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: ৩৬ বছরের অপেক্ষার অবসান আবারও বিশ্বকাপ উঠল আর্জেন্টিনা ফুটবল দলের হাতে। তবে টানটান এই বিশ্বকাপ ফাইনাল ফুটবল খেলার নায়ক এদিন অবশ্যই ছিলেন লিওনেল মেসি। এদিন ফাইনাল খেলা শুরুর আগে থেকেই দেশের পাশাপাশি রাজ্যের এমনকি জেলার বিভিন্ন প্রান্তে আর্জেন্টিনা ও মেসি সমর্থকদের উচ্ছ্বাস নজরে পরছিল। বিশ্বকাপ উঠুক মেসির হাতেই চাইছিলেন আর্জেন্টিনা ফুটবল সমর্থকরা। জেলার কোথাও তৈরি করা হয়েছিল মিনি কাতার কোথাও আবার ভাইয়ের হাতে উঠুক বিশ্বকাপ তার জন্য চলছিল প্রার্থনা। অবশেষে এল জয়।
advertisement

বিশ্বকাপ উঠল তারকা ফুটবলার মেসির হাতে। টিভিতে যখন জয়ের সেলিব্রেশন করছেন আর্জেন্টিনা ফুটবল তারকারা মাঠে তখন উত্তর ২৪ পরগনার জেলার নানা প্রান্তেও চলল নানা রকম ভাবে আর্জেন্টিনা ফুটবল সমর্থকদের জয় উদযাপন। তবে এদিন ইছাপুর নবাবগঞ্জের আর্জেন্টিনা পাড়ায় ছিল বিশেষ চমক। আর্জেন্টিনার সমর্থকদের এদিনের উচ্ছ্বাস যেন সবকিছুকে ছাপিয়ে দিল। মেসির হাতে বিশ্বকাপ ওঠার আনন্দ। মেসিকে নিজের ভাই পরিচয় দেওয়া শিবে পাত্র এদিন উচ্ছ্বাসে নাচলেন রাস্তায় নেমে। চলল মিষ্টি বিতরণ।

advertisement

আরও পড়ুন -  এ যেন যুদ্ধ জয়! আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে শঙ্খ বাজিয়ে বিজয় উল্লাস কৃষ্ণনগরে

আরও পড়ুন -  Lionel Messi wins World Cup: মসিহা মেসি! কাঁপিয়ে দিলেন, সারা বিশ্ব এখন পদানত, রইল বিশ্বকাপ জয়ের ফটো

View More

আবেগে চোখে জল আসতেও দেখা গেল আর্জেন্টিনা সমর্থকদের। জেলার অপরপ্রান্ত গোবরডাঙ্গায় সরকারপাড়ায় তৈরি হয়েছিল মিনি কাতার। গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছিল রংবেরঙের প্লেকার্ড আলো ও জায়ান্ট স্ক্রিন লাগিয়ে চলল বিশ্বকাপ ফুটবল খেলা দেখার উন্মাদনা। জয় আসতেই কেক কেটে কোথাও আবার মেসির আবক্ষ মূর্তি কোলে নিয়ে ভক্তদের উন্মাদনার ছবি ধরা পরল। সব মিলিয়ে মেসি এবং আর্জেন্টিনার এই জয় সেলিব্রেশানে আরো নানা পরিকল্পনা ও উদযাপনের কথাও জানালেন আর্জেন্টিনা সমর্থকরা। যেমন ছাপুর নবাবগঞ্জে এদিন আর্জেন্টিনার এই জয় উদযাপন করতে সুবিশাল এক র‍্যালির আয়োজন করা হয়েছে বলেই জানা গিয়েছে। মেসির অন্ধভক্ত শিবে পাত্রকে সামনে রেখেই চলবে এই জয় উল্লাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: জমিয়ে জমজমাট! মেসির আর্জেন্টিনা জিততেই রাস্তায় নাচ, রইল প্রমাণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল