FIFA World Cup 2022: এ যেন যুদ্ধ জয়! আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে শঙ্খ বাজিয়ে বিজয় উল্লাস কৃষ্ণনগরে

Last Updated:

গোটা বিশ্বের মতই নদিয়া জেলার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে সেই উচ্ছ্বাস লক্ষ্য করা গেল

+
আনন্দে

আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছেন আর্জেন্টিনার সমর্থকরা

#কৃষ্ণনগর: দীর্ঘ ৩৬ বছর পর ফিফা বিশ্বকাপ ২০২২ এ আর্জেন্টিনা ৪-২ ব্যবধানে ট্রাইবেকারে জিতে বিশ্বকাপ ছিনিয়ে নিল ফ্রান্সের থেকে। এই আনন্দে উচ্ছ্বাসিত আর্জেন্টিনার পাশাপাশি গোটা বিশ্ববাসী। গোটা বিশ্বের মতই নদিয়া জেলার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে সেই উচ্ছ্বাস লক্ষ্য করা গেল।
রাত তখন বাজে ৮:৩০। কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে লোকে লোকারণ্য! সবাই তাকিয়ে রয়েছে ওপরে জায়ান্ট স্কিনের দিকে! কেউ কেউ পড়ে রয়েছেন নীল সাদা জার্সি। দর্শকের উচ্ছ্বাস দেখে বোঝাই যাচ্ছিল এবারের বিশ্বকাপ ফাইনাল জমে উঠবে ভালোভাবেই। তবে এমন রুদ্ধশ্বাস ম্যাচ বোধ হয় আশা করেনি গোটা জগৎবাসী। মেসির অনবদ্য খেলার পরেও বিপক্ষ দল ফ্রান্সের এমবাপেও সমতুল্য!
advertisement
advertisement
তথ্য সূত্রে জানা যায় এই প্রথম ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তিনটি গোল দিয়ে কেউ হ্যাটট্রিক করলেন! তবে এই দিনের জয় হল মেসির! রুদ্ধশ্বাস এই খেলায় তীব্র উত্তেজনা লক্ষ্য করা গিয়েছিল আপামর বিশ্ববাসীর মধ্যে। এবং সেই একই উত্তেজনা লক্ষ্য করা গেল সদর শহর কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়েও।
advertisement
রবিবার সকাল থেকেই আর্জেন্টিনা এবং মেসির জেতার জন্য ভারতবর্ষের বহু মানুষ পুজো এবং প্রার্থনা করেন। আর্জেন্টিনা এবং মেসির ভক্তদের দাবি তাদের প্রার্থনা সফল হয়েছে পুরোদমে। তবে আফসোস একটাই থেকে গেল তাদের সোনালী বুটটা নিয়ে চলে গেল ফ্রান্সের আরেক কিংবদন্তি খেলোয়াড় এমবাপে!এমনটাই জানাচ্ছেন আর্জেন্টিনার সমর্থকেরা। আর্জেন্টিনা জেতার সাথে সাথেই গোটা জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে আতশবাজি ফাটানোর পর্ব। ভরে যাচ্ছে অন্ধকার আকাশ আতশবাজির আলোয়। সুতরাং বলাই যেতে পারে এবারের বিশ্বকাপ ফাইনাল ম্যাচের স্মৃতি থেকে যাবে চিরন্তন!
advertisement
Mainak Debnath
view comments
বাংলা খবর/ খবর/নদিয়া/
FIFA World Cup 2022: এ যেন যুদ্ধ জয়! আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে শঙ্খ বাজিয়ে বিজয় উল্লাস কৃষ্ণনগরে
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement