Winter Tour: শীতের মরশুমে ঘুরে আসুন কোচবিহারের রাজ আমলের ঐতিহ্যবাহী কামতেশ্বরী মন্দিরে! জানুন ইতিহাস
- Published by:Debalina Datta
- hyperlocal
Last Updated:
কোচবিহার জেলার গোসানিমারী এলাকায় রাজ আমলের একটি ঐতিহ্যবাহী মন্দিরের নাম কামতেশ্বরী মন্দির। শীতের মরশুমে প্রচুর পর্যটক এই মন্দিরে ঘুরতে আসেন।
#দিনহাটা: কোচবিহার জেলার গোসানিমারী এলাকায় রাজ আমলের একটি ঐতিহ্যবাহী মন্দিরের নাম কামতেশ্বরী মন্দির। শীতের মরশুমে প্রচুর পর্যটক এই মন্দিরে ঘুরতে আসেন। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে সঠিক কোন ধারণা নেই অনেকেরই। কোচবিহারের রাজ আমলে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। তবে কে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তা নিয়ে বিভিন্ন ধরনের মতামত রয়েছে সাধারণ মানুষের মধ্যে। কারণ, খেন এবং কোচ রাজবংশ উভয়েই কামতেশ্বরী দেবীর উপাসক ছিলেন। তবে এটি এখন স্বীকৃত যে এই কামতেশ্বরী মন্দিরটির মূল মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর বর্তমান মন্দিরটি কোচবিহার রাজ্যের মহারাজা প্রাণ নারায়ণ ১৬৬৫ সালে তৈরি করেছিলেন।
কামতেশ্বরী মন্দিরের গুগল ম্যাপ লিঙ্ক: https://maps.google.com/?cid=12640717968952509929&entry=gps
কামতেশ্বরী মন্দিরের মূল মন্দিরের ছাদটি বেঙ্গল চর চালা শৈলীতে তৈরি করা হয়েছে। যার উপরে একটি বৃত্তাকার গম্বুজ সহ একটি বাঁকা কার্নিশ রয়েছে। মূল মন্দিরের দুটি প্রবেশদ্বার রয়েছে। প্রধান প্রবেশদ্বারটি পশ্চিমে এবং আরেকটি মন্দিরের উত্তর দিকে অবস্থিত। মন্দিরের প্রধান প্রবেশদ্বারে একটি নহবতখানা রয়েছে।
advertisement
advertisement
কামতেশ্বরী মন্দিরের অভ্যন্তরে দেবতারা হল দুটি শিব লিঙ্গ, একটি ব্রহ্মার মূর্তি, একটি শালগ্রাম বা নারায়ণ শিলা, অষ্টধাতু (আটটি ধাতুর মিশ্রণ) দিয়ে তৈরি একটি গোপাল মূর্তি এবং সূর্য দেবের একটি ব্রোঞ্জ দিয়ে তৈরি মূর্তি। মন্দিরের উত্তর দিকের দেওয়ালে পাল যুগের আরেকটি সূর্যমূর্তি এবং মন্দিরের দক্ষিণ-পূর্ব কোণে পাল যুগের একটি বিষ্ণু মূর্তি রয়েছে। পরের দুটি মূর্তিই অন্য কোথাও থেকে এনে এই মন্দিরে স্থাপন করা হয়েছে। মন্দিরের দক্ষিণ-পশ্চিম অংশে আরেকটি শিবলিঙ্গ স্থাপিত রয়েছে।
advertisement
কামতেশ্বরী মন্দিরটি একটি রাষ্ট্রীয় সুরক্ষিত স্মৃতিস্তম্ভ। কামতেশ্বরী মন্দিরের ভেতরে ঢুকতে কোন প্রবেশ মূল্য দিতে হয় না। তবে এই মন্দিরে পুজো দিতে এবং ভোগ নিবেদন করতে সামান্য কিছু মূল্য প্রদান করতে হয়। এছাড়া এখানে দুপুরের মধ্যে দেবতাদের ভোগ নিবেদন করা সম্পন্ন করে প্রসাদ বিতরন সম্পন্ন করা হয়। সন্ধ্যার দিকে এই মন্দিরে কোন পুজো করা হয় না। ভোগ নিবেদন সম্পন্ন হয়ে গেলে মন্দিরের দেবতাদের মূর্তি ঢেকে দেওয়া হয়। সব মিলিয়ে এই মন্দিরের নিয়ম এবং রীতিনীতি অন্য বাকি সব মন্দিরের চাইতে একদম আলাদা। শীতের মরশুমে এক কিংবা পরিবারের সাথে ছুটির দিনে ঘুরতে যেতেই পারেন কামতেশ্বরী মন্দিরে।
advertisement
Sarthak Pandit
Location :
First Published :
December 19, 2022 3:31 PM IST