সেখান থেকে দু’কিলো হিরোইন সহ ২ পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে তারা। ধৃতদের নাম বিপ্লব মণ্ডল ও লিঙ্কণ কাঞ্জিলাল। দু’জনেরই বাড়ি উত্তর ২৪ পরগণার বনগাঁয়।
আরও পড়ুন: টমেটো, আদার বদলে লোকে আপেল কিনে বাড়ি ফিরছে! দাম জানলে চোখ কপালে উঠবে!
এই দুই পাচারকারীর খোঁজে দীর্ঘদিন তল্লাশি চালাচ্ছিল এসটিএফ। ধৃতদের বিরুদ্ধে এদিন বাদুড়িয়া থানায় এনডিপিএস ১৯৮৫ ধারায় মামলা রুজু করা হয়েছে। ২ পাচারকারীকে বৃহস্পতিবার বারাসত জেলা আদালতে তোলা হবে। এদের সঙ্গে বড়সড়ো পাচার চক্রের কোনো যোগসূত্র আছে কিনা খতিয়ে দেখছে রাজ্যের এসটিএফ ও বাদুড়িয়া থানার পুলিশ।
advertisement
জুলফিকার মোল্যা
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2023 6:13 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: দুই কোটি টাকার এই জিনিস উদ্ধার বসিরহাটে! এসটিএফের জালে দুই!