বাস মালিক ইউনিয়ন সূত্রে জানা গিয়েছে, এই রুটে ৯ টি এমন বাস চলাচল করছে, যাদের কোনও বৈধ কাগজপত্র নেই। মাস দুয়েক আগে ওই ৯ টি বাসের মালিকেরা লিখিতভাবে প্রতিশ্রুতি দেন দু’মাসের মধ্যে তারা প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে নেবেন। কিন্তু সেই সময় পার হয়ে যাওয়ার পরেও বৈধ কাগজপত্র ছাড়াই ওই বাসগুলি রুটে চলাচল করছে।
advertisement
আরও পড়ুন- এ কী কাণ্ড! দুর্গন্ধময় জলে ভেসে যাচ্ছে হাসপাতাল… হিমশিম খাচ্ছেন মানুষ
আরও পড়ুন-বেহালার পর এবার নদিয়া! চতুর্থ শ্রেণির ছাত্রকে পিষে দিল পিক আপ ভ্যান, বিক্ষোভ স্থানীয়দের
শ্রমিকদের একাংশের বক্তব্য, কোনও কারণে ওই বাসগুলি দুর্ঘটনাগ্রস্থ হলে বিমা কোম্পানী থেকে কোনও ক্ষতিপূরণ পাবেন না ওই বাসের শ্রমিকেরা বা যাত্রীরা। উল্টে ওই শ্রমিকদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে।যার কারণে, বৈধ কাগজপত্র ছাড়া চলাচল করা ওই ৯ টি বাসকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু, সেই বাসগুলি বন্ধ হয়ে যাওয়ায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না হলে ওই বাসের শ্রমিকেরা বেকার হয়ে পড়বেন। আর তারই প্রতিবাদে এদিন থেকে এই দুই রুটে বাস চলাচল বন্ধ করা হয়। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়েছেন এই রুটের নিত্যযাত্রীরা। বিকল্প পথে তাঁদের যাতায়াত করতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। আর এই সমস্যাকে কেন্দ্র করেই শাসক বিরোধী তরজা শুরু হয়েছে। তবে, অবিলম্বে সমস্যার সমাধান বার করে, এই ব্যস্ততম রুটে বাস পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন সকলে।
Rudra Narayan Roy