TRENDING:

Winter Tourism: এই শীতে চোখ জুড়বে, মনও হবে ভাল! বছরের শুরুতে ঘুরে আসুন বীরেশ্বরপুরে

Last Updated:
এই এলাকায় পা রাখলেই চোখে পড়বে গ্রাম্য পরিবেশে আঁকাবাঁকা মিঠেল রাস্তা, যার দু’ধারে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা তালগাছ। শীতের সকালের হালকা কুয়াশা কিংবা বিকেলের নরম রোদে এই তালগাছের ছায়া-আলোয় তৈরি হয় এক অনন্য দৃশ্যপট, যা মুহূর্তেই মন ভাল করে দেয়।
advertisement
1/6
এই শীতে চোখ জুড়বে, মনও হবে ভাল! বছরের শুরুতে ঘুরে আসুন বীরেশ্বরপুরে
শীতের আমেজ আর নতুন বছরের শুরু—এই সময়টা যেন প্রকৃতির কাছাকাছি যাওয়ার জন্যই সবচেয়ে উপযুক্ত। শহরের ব্যস্ততা, কোলাহল আর ক্লান্তিকর জীবনের মাঝখানে একদিনের ছুটি যদি মনকে একটু শান্ত করতে চান, তবে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া বীরেশ্বরপুর তালতলা হতে পারে আপনার আদর্শ গন্তব্য।
advertisement
2/6
এই এলাকায় পা রাখলেই চোখে পড়বে গ্রাম্য পরিবেশে আঁকাবাঁকা মিঠেল রাস্তা, যার দু’ধারে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা তালগাছ। শীতের সকালের হালকা কুয়াশা কিংবা বিকেলের নরম রোদে এই তালগাছের ছায়া-আলোয় তৈরি হয় এক অনন্য দৃশ্যপট, যা মুহূর্তেই মন ভাল করে দেয়।
advertisement
3/6
রাস্তার পাশেই বিস্তীর্ণ মাঠ আর কিছু দূরে মাছের ভেড়ি—জলের উপর আকাশের প্রতিবিম্ব আর চারপাশের সবুজ প্রকৃতি মিলেমিশে যেন এক জীবন্ত ছবি। মাঝে মাঝেই চোখে পড়বে স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, যা শহরের যান্ত্রিকতার থেকে অনেকটাই আলাদা এবং স্বস্তিদায়ক।
advertisement
4/6
সপ্তাহের একটিমাত্র ছুটির দিনকে প্রিয় সঙ্গীতের সুরে ভরিয়ে নিয়ে শহরের কোলাহল থেকে সামান্য দূরে কোথাও ঘুরে আসতে চাইলে, হাড়োয়ার নয়নজলী সর্দারআটি গোপালপুর হেলথ সেন্টারের পিছনে অবস্থিত বীরেশ্বরপুর এলাকা আপনাকে হতাশ করবে না। অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই শান্ত, নিরিবিলি জায়গায়।
advertisement
5/6
এখানকার প্রকৃতির সৌন্দর্যকে আরও প্রাণবন্ত করে তোলে পাখির কলতান। সকালবেলা বা বিকেলের নরম রোদে নদীর ধারে বসে পাখির ডাক শোনার অভিজ্ঞতা শহুরে জীবনের দমবন্ধ করা পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা এক অনুভূতি এনে দেয়।
advertisement
6/6
বছরের শুরুতে নিজের জন্য একটু সময় বের করে প্রকৃতির কোলে বসে নিজেকে নতুন করে খুঁজে নিতে চাইলে, হাড়োয়া বীরেশ্বরপুর তালতলা হতে পারে আপনার পরবর্তী ঠিকানা। নিঃশব্দ, শান্ত এই জায়গা শীতের ছুটিতে মন ভালো রাখার এক অনন্য আশ্রয়।
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
Winter Tourism: এই শীতে চোখ জুড়বে, মনও হবে ভাল! বছরের শুরুতে ঘুরে আসুন বীরেশ্বরপুরে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল