মাত্র ৭০ টাকার টিকিট কেটেই শিশু থেকে শুরু করে বয়স্ক- সব বয়সের মানুষই জলপরী দেখার আগ্রহে ভিড় জমাচ্ছেন। রূপকথার গল্পে পড়া জলপরীর আদৌ কি বাস্তব অস্তিত্ব রয়েছে! এই কৌতূহল মেটাতেই যেন মেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে এই বিশেষ শো। মেলার এখন সমস্ত আকর্ষণই যেন হয়ে উঠেছে এই জলপরী। মেলায় নতুন এই কনসেপ্ট ভাল রোজগারের দিশাও দেখাচ্ছে আয়োজকদের।
advertisement
বিশাল জলাধারের মধ্যে দীর্ঘ সময় জলের তলায় থেকে শিল্পীরা মনোরঞ্জন করছেন দর্শকদের। শীতের মরশুমেও ঘণ্টার পর ঘণ্টা জলের মধ্যেই থেকে দক্ষতার সঙ্গে পরিবেশন করছেন তাঁদের অভিনয়। জানা গিয়েছে, এই জলপরী শো-তে অংশ নেওয়া শিল্পীরা ভিন রাজ্য থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে এসেছেন উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন জায়গায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোথাও কোথাও আবার দেশ-বিদেশে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীরাও আছেন। নির্দিষ্ট পারিশ্রমিকের বিনিময়ে তাঁরা এই ধরনের ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য শো করে থাকেন।দর্শনার্থীদের একাংশের মতে, এমন অভিনব ও ব্যতিক্রমী আকর্ষণ আগে কখনও বানিপুর মেলায় দেখা যায়নি। শিশুদের পাশাপাশি বড়দের মধ্যেও সমান উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে এবারের বানিপুর লোক উৎসব মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে এই জলপরী শো।





