দোলের দিনও এই গেঞ্জি কারখানায় আগুন লেগেছিল। দমকলের তিনটে ইঞ্জিন বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ এনেছিল আর কয়েকদিন যেতে না যেতেই আর আজ বয়লার ব্লাস্ট। আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষ। এলাকার মানুষের দাবি এই কারখানার ভেতরে কোনো রকম অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। কারখানার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকার মানুষ। আগুনে বয়লারটি পুরো ভষ্মীভূত ক্ষয় ক্ষতির পরিমাণ বেশ কয়েক লক্ষ টাকা। ঘনঘন আগুন লাগায় এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে কারখানার বাইরে বিক্ষোভ দেখাতে থাকে।
advertisement
আরও পড়ুন: জানালা দিয়ে ঘরে ঢুকে এল হাতির শুঁড়! তারপর? জানলে আতঙ্ক হবে
তাদের দাবি এই কারখানার আগুনে ছাই এবং কেমিক্যালের গন্ধে এলাকায় বসবাস করা তাদের দুষ্কর হয়ে পড়েছে। অবিলম্বে এই কারখানা অন্যত্র সরিয়ে দেওয়ার দাবি তোলে তারা। ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ। কারখানা নিরাপত্তা কর্মীরা প্রথমে বাইরের গেট বন্ধ করে রাখলেও উত্তেজিত জনতা গেট ধাক্কা দিয়ে খুলে ভেতরে ঢুকে পড়ে এবং ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে থাকে।
অরুণ ঘোষ