Jhargram News: জানালা দিয়ে ঘরে ঢুকে এল হাতির শুঁড়! তারপর? জানলে আতঙ্ক হবে
- Published by:Piya Banerjee
- hyperlocal
Last Updated:
Jhargram News: রাতের অন্ধকারে হঠাৎ একী কাণ্ড! জানলে চমকে যাবেন!
ঝাড়গ্রাম: খাবারের খোঁজে গ্রামে ঢুকে গৃহস্থের বাড়ির জানালা ভেঙে শুঁড় ঢুকিয়ে খাবারের সন্ধান করে একটি হাতি। পাশাপাশি একটি বাড়ির উঠানে থাকা ডেকোরেটার্সের বেশ কিছু জিনিসপত্রের উপর হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে এগারোটা নাগাদ ঝাড়্গ্রাম রেঞ্জের পুকুরিয়া বীটের কুন্ডলডিহি গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাতে কুন্ডলডিহি গ্রামের ভেতরে ঢুকে হেমন্ত মাহাতোর বাড়ির জানালা ভেঙে শুঁড় ঢুকিয়ে দেয় একটি হাতি। সেই সময় ওই জানালার পাশে হেমন্ত মাহাতো ও তার স্ত্রী ঘুমিয়েছিলেন। হাতির শুঁড় দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। পরে অবশ্য হাতিটি শুঁড় বের করে নিয়ে বাড়ির পাশে থাকা কলা গাছ ভেঙে উঠানে দাঁড়িয়ে খায়। পরে অন্য একটি বাড়ির উঠানে থাকা ডেকোরেটার্সের বেশ কিছু জিনিসপত্রের উপর হামলা চালায় বলে অভিযোগ।
advertisement
advertisement
বাসিন্দাদের দাবি বনদফতর হাতিটি এলাকা থেকে তাড়ানোর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। বনদফতর সুত্রে জানা গিয়েছে ওই একালায় একটি হাতি রয়েছে। হাতিটিকে ডেকোরেটার্সের বেশ কিছু জিনিসপত্রের উপর হামলা চালিয়ে ভাঙচুর করে বলে। বনদফতর সুত্রে জানা গিয়েছে ওই এলাকায় একটি হাতি রয়েছে। আর যে সমস্ত ব্যক্তিদের বাড়িঘর ভাঙ্গচুর করেছে তারা প্রত্যেকেই সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।
advertisement
রাজু সিং
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2023 8:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Jhargram News: জানালা দিয়ে ঘরে ঢুকে এল হাতির শুঁড়! তারপর? জানলে আতঙ্ক হবে