TRENDING:

North 24 Parganas News: করকনাথ মুরগি খেয়েছেন? এই কালো মুরগি স্বাস্থ্যগুণে ভরপুর! বাড়ছে বিক্রি!

Last Updated:

North 24 Parganas News: প্রচুর প্রোটিন, কোলেস্টেরল নেই! কালো মুরগি খেলে মুক্তি পাবেন অনেক অসুখ থেকেও! জেলায় এখন বাড়ছে করকনাথ মুরগির চাষ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: মুরগি শব্দ টা উচ্চারণ করতেই চোখের সামনে হলুদ, লাল, খয়েরি বা ছাই রঙের মুরগির ছবি ভেসে ওঠে। কিন্তু কুচকুচে কালো মুরগি সেও কি সম্ভব।হ্যাঁ, সেটাও সম্ভব। বেসরকারি উদ্যোগে আগেই ছিল কালো মুরগির চাষ, এবার সরকারি উদ্যোগও নেওয়া হচ্ছে এই কালো মুরগি চাষে। সাধারণ মানুষ একে কালো মুরগি নামে ডাকলেও, পোষাকি নাম করকনাথ মুরগি। যদিও এর আসল নাম ‘আয়াম সেমানি’। নামটি ইন্ডোনেশিয়ার দেওয়া। তাঁদের দেশ থেকেই কালো মুরগি ছড়িয়ে পড়েছে এশিয়ার অন্যান্য দেশেও। মূলত খাদ্যগুনের জন্য জনপ্রিয়তা বাড়ছে এই মুরগির। তাই জেলা জুড়ে কালো মুরগির চাষের প্রসার ঘটছে। যা থেকে মুরগি ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ গৃহস্থও লাভের মুখ দেখছেন অনেকেই। উত্তর ২৪ পরগণার গাইঘাটা, দত্তপুকুর সহ নানা ব্লকে কালো মুরগির চাষ শুরু হয়েছে। ইদানিং জেলার আরো বেশ কিছু জায়গায় করকনাথ মুরগির চাষ শুরু হয়েছে।
করকনাথ মুরগি
করকনাথ মুরগি
advertisement

গাইঘাটার আব্দুল মোল্লা, ইসমাইল আলীরা এই বিশেষ করকনাথ মুরগী পালন করছেন। স্বাদে এবং গুণের দিক দিয়ে অন্য যেকোন মুরগির থেকে হাজার গুনে এগিয়ে করকনাথ। করকনাথ চিকেনের বাজার এখন সেভাবে পাওয়া না গেলেও, ধীরে ধীরে এই মুরগির চাহিদা বাড়ছে রাজ্যে। অল্প দিনের মধ্যেই ডিম দিতে শুরু করে এই প্রজাতির মুরগি। ফলে মাংসের সঙ্গে ডিম বিক্রি করে মুনাফা পাওয়া সম্ভব বলে দাবি মুরগি চাষীদের। বর্তমানে এ রাজ্যেও ৮০০ থেকে ৯০০ টাকা দরে পাওয়া যাচ্ছে এই মুরগির মাংস। প্রাণী বিশেষজ্ঞদের পাশাপাশি ডাক্তাররাও জানাচ্ছেন, এই মাংস স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারী।

advertisement

আরও পড়ুন:  বাজারে ছুটছে দুই খ্যাপা ষাঁড়! মারপিটে জেরবার মালদহ! ঘর বন্দি মানুষ! ভাইরাল ভিডিও

প্রাণী সম্পদ দফতরেরআধিকারিকদের দাবি, অন্যন্য মুরগীর মাংসে যেখানে ১৮ থেকে ২০ শতাংশ প্রোটিন থাকে সেখানে করকনাথে প্রোটিনের পরিমান ২৫ শতাংশ। আজকাল আবার স্বাস্থ্য সচেতন মানুষরা বড্ড বেশি কোলেস্টেরল সচেতন। তাঁদেরকেও আশ্বস্থ করছে করকনাথ। পোলট্রি মুরগি বা দেশি মুরগিতে যেখানে কোলেস্টেরলের পরিমান ১৫ থেকে ১৮ শতাংশ সেখানে করকনাথে কোলেস্টরলের পরিমান মাত্র এক শতাংশ। এছাড়াও কালো মুরগির কালো মাংস এ অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, বি ওয়ান, বি টু ভিটামিন থাকে যা স্বাস্থ্যের জন্য সুখকর। এই মাংসে মেলানিন থাকায় তা রক্তচলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে সাধারণ সুস্থ মানুষের পাশাপাশি অসুস্থ, রোগীদের জন্য আদর্শ করকনাথ চিকেন। তবে রাজ্যে এখনো এই চিকেনের উপযুক্ত বাজার না থাকায় সুফল বাংলার মাধ্যমে এই চিকেন বিক্রি করার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানা যায়।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রুদ্র নারায়ন রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: করকনাথ মুরগি খেয়েছেন? এই কালো মুরগি স্বাস্থ্যগুণে ভরপুর! বাড়ছে বিক্রি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল