Malda News | Viral Video : বাজারে ছুটছে দুই খ্যাপা ষাঁড়! মারপিটে জেরবার মালদহ! ঘর বন্দি মানুষ! ভাইরাল ভিডিও

Last Updated:

মাঝ রাস্তায় হঠাৎ দুই ষাঁড়ের লড়াই। আতঙ্ক এলাকা জুড়ে। ভিডিও দেখলে চমকে উঠবেন! ভয়ে ঘরবন্দি মানুষ!

+
বাজারে

বাজারে ষাঁড়ের লড়াই

#মালদহ:  মাঝ রাস্তায় হঠাৎ দুই ষাঁড়ের লড়াই। দুই ষাঁড়ের লড়াইয়ের আতঙ্ক এলাকা জুড়ে। কয়েকশো মিটার এলাকা জুড়ে ঘুরে ঘুরে লড়াই করতে থাকে দুই ষাঁড়।মাঝ রাস্তায় ষাঁড়ের লড়াইয়ের জেরে থমকে যায় গোটা এলাকা। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন স্থানীয়রা। কেউ আবার সাহস করে হাতে বাঁশ নিয়ে গিয়ে লড়াই থামানোর চেষ্টা করতে থাকেন। বৃহস্পতিবার মালদহের হবিবপুর থানার দাল্লা গ্রামের ঘটনা। লড়াই চলাকালীন ষাঁড় দুটি পৌঁছে যায় স্থানীয় সবজি বাজারে। সকাল নাগাদ সবজি বাজারে স্থানীয়দের ভিড় ছিল। হঠাৎ ষাঁড়ের লড়াই দেখে স্থানীয়রা ছোটাছুটি শুরু করে। এদিকে ওদিকে প্রাণ বাঁচাতে ছুটে পালাতে থাকে।
তারই মাঝে বাজারের মধ্যে ঢুকে পড়ে ষাঁড়ে লড়াই। দুই ষাঁড়ের লড়াই য়ে এদিন দাল্লা বাজারে প্রায় পাঁচটি সবজি দোকান ভেঙে গুড়িয়ে যায়। সাধারণ মানুষ সচেতন হয়ে বাজার থেকে পালাতে সক্ষম হওয়ায় তেমন কোন দুর্ঘটনা ঘটেনি। তবে এদিন সকাল থেকে ষাড়ের লড়াইকে কেন্দ্র করে গোটা এলাকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়।
advertisement
advertisement
স্থানীয়রা ঘরবন্দী হয়ে পড়েন দীর্ঘক্ষণ। প্রায় দুই থেকে তিন ঘন্টা ধরে দুই ষাঁড়ের তুমুল লড়াই চলে। অবশেষে লড়াই থামে। তবে ততক্ষণে আতঙ্কে এলাকা ছাড়া স্থানীয়রা। লড়াই শেষে স্থানীয়রা দেখেন কমপক্ষে পাঁচটি সবজির দোকান ভেঙে যায় ,পণ্য বোঝাই ভ্যান উল্টে দিয়েছে, এক গৃহস্থের বাড়ির বারান্দায় থাকা মেশিন উল্টে দেয় , পথচারীরা প্রাণে বাঁচলেন এদিক ওদিক ছুটোছুটি করে। তবে লড়ায়ের জেরে স্থানীয় রাস্তায় গাড়ি চলাচল আটকে পড়ে দীর্ঘক্ষণ। বেশ কয়েকজনের প্রচেষ্টায় লড়াই থামাতে পারায় স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থানীয় বাসিন্দারা।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Malda News | Viral Video : বাজারে ছুটছে দুই খ্যাপা ষাঁড়! মারপিটে জেরবার মালদহ! ঘর বন্দি মানুষ! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement