বসিরহাট মহাকুমার হাসনাবাদ ও লেবুখালি রোডের শিমুলিয়া কালীবাড়ি এলাকায় পুলিশের নাকা চেকিং-এর সময় একটি ১০৭ গাড়ি থেকে প্রায় পাঁচটি স্টিলের ড্রামে ৫০ কেজি গাঁজা উদ্ধার করল হাসনাবাদ থানার পুলিশ। যা দেখে তাজ্জব পুলিশ। এক সঙ্গে এত গাঁজা! উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য প্রায় তিন লক্ষ টাকা।
আরও পড়ুন: মাধ্যমিক মিটলেই বড় ব্যবস্থা, এসএসসি দুর্নীতিতে জানিয়ে দিল আদালত! পদক্ষেপ শুরু
advertisement
পুলিশ সূত্রে খবর, বারাসাতের আমডাঙ্গা আওয়ালসিদ্ধি এলাকা থেকে গাঁজা নিয়ে হিঙ্গলগঞ্জের দিকে যাচ্ছিল ওই গাড়িটি। হিঙ্গলগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল বলেই অনুমান পুলিশের।
আরও পড়ুন: জিতে গেল রাম-বাম 'জোট', ধরাশায়ী তৃণমূল! পূর্ব মেদিনীপুরে ফের সেই নন্দকুমার মডেল
গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। এই ঘটনার সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগসূত্র আছে কিনা সেটাও খতিয়ে দেখছে তদন্তকারীরা। বারাসাত জেলা দায়রা আদালতে তোলা হবে ধৃতকে , তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
---জুলফিকার মোল্লা