East Medinipur News: জিতে গেল রাম-বাম 'জোট', ধরাশায়ী তৃণমূল! পূর্ব মেদিনীপুরে ফের সেই নন্দকুমার মডেল

Last Updated:

East Medinipur News: ফেব্রুয়ারি রবিবার নস্করপুর সমবায় সমিতির মোট আসনে ভোটগ্রহণ হয়। নটি আসনে মোট ভোটার সংখ্যা ৯২৪।

+
জয়ী

জয়ী রাম-বাম, ধরাশায়ী তৃণমূল

এগরা: সমবায় নির্বাচনে উলটপুরাণ। পূর্ব মেদিনীপুর জেলার এগরার একটি সমবায় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ বিরোধীদের। নন্দকুমারের পর এবার এগরা। সমবায় সমিতির ভোটে জয় জয়কার রাম - বাম জোট। কার্যত খাতা খুলতেই পারল না শাসক দল ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিতির ভোটে জয় জয়কার প্রগতিশীল সমবায় জোটের প্রতিনিধিরা। প্রতিটি আসনে বিরোধী শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।
২৬ ফেব্রুয়ারি রবিবার নস্করপুর সমবায় সমিতির মোট আসনে ভোটগ্রহণ হয়। নটি আসনে মোট ভোটার সংখ্যা ৯২৪। ভোট পোল হয়েছে ৮২৭ টি। ৯ টি আসনেই প্রার্থীদের টেক্কা দিয়ে বিপুল ভোটে জয়ী রাম-বাম ও জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা।
advertisement
নির্বাচন উপলক্ষ্যে সকাল থেকেই আটবাটি হাইস্কুলে ব্যাপক সংখক থানার পুলিশ মোতায়েন ছিল। ভোটে জেতার পর গেরুয়া আবির মেখে জয় শ্রী রাম ধ্বনি তুলে উল্লাসে মাতল বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি বামেদের তরফে একে অপরকে লাল তিলক লাগিয়ে ইনকিলাব স্লোগান তুলে উল্লাসে মাতল। নটি আসনের বিজয়ী কারকিরা জানিয়েছেন এই জয় মানুষের জয় আর শাসক দলের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের জয়।
advertisement
বিরোধীদের দাবী, আগামী পঞ্চায়েত ভোটে এই ভাবে জোট করেই তৃণমূলের বিরুদ্ধে প্রদ্বন্দ্বিতা করে পঞ্চায়েত দখল করবে। তবে বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার জুড়ে সবাই নির্বাচনে অধিপত্য শাসক দলের। দু একটি সমবায় সমিতিতে বিরোধীদের জয় পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়তি মনোবল দেবে বলে জানায় রাজনৈতিক বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: জিতে গেল রাম-বাম 'জোট', ধরাশায়ী তৃণমূল! পূর্ব মেদিনীপুরে ফের সেই নন্দকুমার মডেল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement