এগরা: সমবায় নির্বাচনে উলটপুরাণ। পূর্ব মেদিনীপুর জেলার এগরার একটি সমবায় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ বিরোধীদের। নন্দকুমারের পর এবার এগরা। সমবায় সমিতির ভোটে জয় জয়কার রাম - বাম জোট। কার্যত খাতা খুলতেই পারল না শাসক দল ঘাসফুল শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের সর্বদয় গ্রাম পঞ্চায়েতের নস্করপুর সমবায় সমিতির ভোটে জয় জয়কার প্রগতিশীল সমবায় জোটের প্রতিনিধিরা। প্রতিটি আসনে বিরোধী শিবিরের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন।
২৬ ফেব্রুয়ারি রবিবার নস্করপুর সমবায় সমিতির মোট আসনে ভোটগ্রহণ হয়। নটি আসনে মোট ভোটার সংখ্যা ৯২৪। ভোট পোল হয়েছে ৮২৭ টি। ৯ টি আসনেই প্রার্থীদের টেক্কা দিয়ে বিপুল ভোটে জয়ী রাম-বাম ও জাতীয় কংগ্রেসের প্রতিনিধিরা।
আরও পড়ুন: বিরাট খবর! রাজ্যের শিক্ষায় এবার 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'! বিরাট সিদ্ধান্ত নবান্নের
নির্বাচন উপলক্ষ্যে সকাল থেকেই আটবাটি হাইস্কুলে ব্যাপক সংখক থানার পুলিশ মোতায়েন ছিল। ভোটে জেতার পর গেরুয়া আবির মেখে জয় শ্রী রাম ধ্বনি তুলে উল্লাসে মাতল বিজেপি কর্মী সমর্থকেরা। পাশাপাশি বামেদের তরফে একে অপরকে লাল তিলক লাগিয়ে ইনকিলাব স্লোগান তুলে উল্লাসে মাতল। নটি আসনের বিজয়ী কারকিরা জানিয়েছেন এই জয় মানুষের জয় আর শাসক দলের বিরুদ্ধে মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের জয়।
আরও পড়ুন: 'আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে', বিস্ফোরক দাবি মন্ত্রী নিশীথের, কটাক্ষ করতে ছাড়লেন না উদয়নও
বিরোধীদের দাবী, আগামী পঞ্চায়েত ভোটে এই ভাবে জোট করেই তৃণমূলের বিরুদ্ধে প্রদ্বন্দ্বিতা করে পঞ্চায়েত দখল করবে। তবে বিরোধীদের গুরুত্ব দিতে নারাজ ঘাসফুল শিবির। প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার জুড়ে সবাই নির্বাচনে অধিপত্য শাসক দলের। দু একটি সমবায় সমিতিতে বিরোধীদের জয় পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়তি মনোবল দেবে বলে জানায় রাজনৈতিক বিশেষজ্ঞরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Purba Medinipur News, Samabay samity election, West Bengal news