Nishith Pramanik: 'আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে', বিস্ফোরক দাবি মন্ত্রী নিশীথের, কটাক্ষ করতে ছাড়লেন না উদয়নও

Last Updated:

নিশীথের মুখে রাজবংশী আবেগ, পালটা কটাক্ষ উদয়নের! সরগরম দিনহাটা! 

কোচবিহার: তাঁকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এমনকি, তাঁর গাড়ি লক্ষ্য করে টিয়ার গ্যাসের সেল ছুঁড়েছে পুলিশও। রবিবার সাংবাদিক বৈঠকে এমনই বিস্ফোরক সব অভিযোগ তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
রবিবার ভেটাগুড়িতে নিজের বাসভবনে একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ। নিজের ভাঙা গাড়়ির ছবি তুলে ধরে তিনি অভিযোগ করেন, "আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। আসলে উত্তরবঙ্গে জমি হারিয়েছে তৃণমূল। তাই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের একজন জনপ্রতিনিধিকে কেন্দ্রীয় মন্ত্রী করার জন্যেই কি এই হামলা?" প্রশ্ন তোলেন উত্তরবঙ্গের এই বিজেপি নেতা।
advertisement
আরও পড়ুন: প্রচারে ছিল মেঘালয়ের পোশাকের চমক! কোন নেতা সেজেছিলেন কেমন? দেখে নিন এক ঝলকে
তাঁর দাবি, শনিবার পুলিশের সামনেই হামলা করে তৃণমূলের দুষ্কৃতীরা। প্রথমে পুলিশ বাধা দেয়। কিন্তু তারপরেও দুষ্কৃতীরা থামেনি। এরপর নাকি তাঁর কনভয় লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। নিশীথ বলেন, "একজন কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রকের মন্ত্রীর উপরে এমন হামলা হলে সাধারণ মানুষ এই রাজ্যে কতটা নিরাপদ? তবে আমি ভয় পাইনি।" পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে নিশীথের বক্তব্য, "আমাকে মারতে হলে কখন, কোথায় যেতে হবে জানিয়ে দিক। রাজনীতির লড়াই রাজনীতির ময়দানে হোক। কিন্তু ওঁরা তা করছে না। তাই অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে আমার বাড়ির সামনে ঘেরাও বিক্ষোভ করেছে তৃণমূল। এই ধরনের রাজনীতি আগে কখনও দেখেনি বাংলা।"
advertisement
advertisement
প্রসঙ্গত, বিএসএফ-এর গুলিতে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় পদক্ষেপ চেয়ে নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেই নির্দেশ মতো কদিন আগে ঘেরাও কর্মসূচি পালনও করেছিল তৃণমূল।
আরও পড়ুন: নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট তলব, কড়া বিবৃতি রাজ্যপালের
এদিন নিশীথ জানান, এতকিছু সত্ত্বেও ময়দান ছাড়ছেন না তিনি। পাশে থাকবেন আক্রান্ত দলীয় কর্মীদেরও। আগামী মঙ্গলবার আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি যাওয়ার কথা তাঁর। দিনহাটার সাহেবগঞ্জে যাবেন সোমবার দুপুরে।
advertisement
নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনার পরে আরও আঁটোসাঁটো করা হয়েছে তাঁর নিরাপত্তা ব্যবস্থা। রবিবারই নিশীথের বাড়িতে যান সিআরএফের উত্তরবঙ্গের আইজি সহ পদস্থ কর্তারা। বেশ কয়েক ঘণ্টা বৈঠকও হয় তাঁদের। যদিও এনিয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি নিশীথ।
এদিন পাল্টা নিশীথকে আক্রমণ করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহও। "নিশীথ নিজের লোকজন দিয়ে শনিবার বুড়িরহাটে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করেছে। পুলিশ যথাযথ ব্যবস্থা নিয়েছে। আর ওঁর রাজবংশী আবেগের কথা তখন মনে পড়েনি, যখন বিএসএফের গুলিতে এক রাজবংশী যুবকের মৃত্যু হয়েছিল?" কটাক্ষ উদয়নের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Nishith Pramanik: 'আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে', বিস্ফোরক দাবি মন্ত্রী নিশীথের, কটাক্ষ করতে ছাড়লেন না উদয়নও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement