জানা যায়, এস -৯ রুটের একটি বাস যাদবপুরের দিক থেকে সল্টলেকের দিকে আসার সময় জি সি আইল্যান্ড-এ সিগন্যাল না মেনে সরাসরি রিকশা স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুই রিক্সা চালককে ধাক্কা মারে। এরপর জি সি আইল্যান্ডের পার্কের রেলিংয়ে ধাক্কা মারার পরই গাছে ধাক্কা মারে বাসটি। ঘটনায় দু'জন রিক্সাচালক-সহ ৯ জন বাস যাত্রী আহত হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।মৃতের নাম বৃন্দাবন প্রধান(৬১)।
advertisement
বাসের গতিবেগ বেশি থাকায় দুর্ঘটনা, প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ। বাস-চালক পলাতক। তার খোঁজ চালানো হচ্ছে। দুর্ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সরকারি বাসগুলি বেপরোয়াভাবে চলে। তার উপরে সল্টলেক জি সি আইল্যান্ডে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে স্থানীয়রা। বিধাননগর দক্ষিণ থানার পুলিশের পাশাপাশি বিধাননগর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছন বিধাননগর পৌরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী।
অনুপ চক্রবর্তী