TRENDING:

North 24 Parganas News: সামনেই সরস্বতী পুজো, চাহিদা বাড়ছে ছাঁচে গড়া প্রতিমার

Last Updated:

হিঙ্গলগঞ্জে আগে হাতের কারিগরিতে তৈরি প্রতিমার কদর থাকলেও এখন আর সেই সমস্ত প্রতিমার চাহিদা তেমন নেই। কম পরিশ্রমে ছাঁচের তৈরি ঠাকুর হিঙ্গলঞ্জ এলাকায় বিকোচ্ছে দেদার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# উত্তর ২৪ পরগণা: বড় প্রতিমার চাহিদা কম, কুমোরটুলি থেকে ছাঁচের থেকে প্রতিমা নিয়ে বিক্রি হিঙ্গলগঞ্জের প্রতিমা ব্যবসায়ীদের। চলতি মাসেই বাগদেবীর পজা। এলাকার স্কুলে ও প্রায় বাড়ি বাড়িতেই বাগদেবীর আরাধনা হয়। আর এই পূজাকে সামনে রেখেই কুমোরটুলি ও মৃৎ শিল্পীদের মধ্যে পড়ে গেছে একটা সাজো সাজো রব। তবে বাজারে চাহিদা বেড়েছে ছাঁচের তৈরি প্রতিমার। ফলে কদর কমছে কাঠের ফ্রেমে বাঁশ, খড়, দড়ি দিয়ে তৈরি মাটির প্রতিমার।
advertisement

উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহাকুমা প্রত্যন্ত এলাকা হিঙ্গলগঞ্জের একদিকে সীমান্ত অন্যদিকে সুন্দরবন। এই এলাকার পাড়ায় পাড়ায় ধুম ধাম করে স্বরস্বতী পূজার আয়োজন করা হয় তেমনি বাড়ি বাড়িতেও বাগদেবীর আরাধনায় মেতে ওঠেন বাড়ির মহিলারাও।

আরও পড়ুন -  Indian Railways: ঘন কুয়াশার কারণে ট্রেন লেট প্রতি বছর, সমস্যায় যাত্রীরা

advertisement

যার জেরে বিক্রি-বাট্টাও যথেষ্ট বেশি। আগে মাটির তৈরি প্রতিমার কদর থাকলেও এখন আর মাটির তৈরি প্রতিমার চাহিদা তেমন নেই সেজন্য এই প্রথম ছাঁচের ঠাকুর হিঙ্গলঞ্জ এলাকায় যা কুমোরটুলি কিংবা কলকাতার বিভিন্ন এলাকা থেকে ছাঁচের প্রতিমা এনে বিক্রি করছেন ব্যবসায়ীরা।

View More

আরও পড়ুন -  মিথ্যে নয় একেবারে সত্যি! হিমঝড়ের সতর্কবার্তা, রাজস্থানের মরুভূমি ঢেকে গেল বরফে

advertisement

পাশাপাশি ছাঁচের তৈরি প্রতিমা পেয়ে খুশি ক্রেতারাও। ছাঁচের তৈরি প্রতিমা দামে কম, সাইকেল কিংবা বাইকে বহনের সুবিধা আছে এমনটা জানিয়েছেন গ্রাহক সুমন বাউলিয়া। সব মিলিয়ে শীতের আমেজে সরস্বতী পুজোর আগে উৎসবের মেজাজে ক্রেতারা ক্রেতা ও বিক্রেতারা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

JULFIKAR MOLLA

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সামনেই সরস্বতী পুজো, চাহিদা বাড়ছে ছাঁচে গড়া প্রতিমার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল