মিথ্যে নয় একেবারে সত্যি! হিমঝড়ের সতর্কবার্তা, রাজস্থানের মরুভূমি ঢেকে গেল বরফে
- Published by:Debalina Datta
Last Updated:
সিকার। রাজস্থানে এই শীত সব রেকর্ড ভেঙে দিয়েছে। তীব্র শীতের কবলে পড়া রাজস্থানের শেখাওয়াটি এলাকার মানুষের দিন একেবারে তীব্র কঠিন করে তুলেছে হাড় হিম করা শীত। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রবিবার সিকরের ফতেহপুরে থার্মোমিটারের পারদ মাইনাস ৪.৭ ডিগ্রিতে পৌঁছেছে। এ কারণে মাঠের ফসলের প্রচুর তুষারপাত হয়ে জমে থাকতে দেখা গেছে। ঘরের পাত্রে রাখা জলও জমে বরফ হয়ে গেছে৷ ঠাণ্ডা বাতাস একেবারে যেন হুল ফোটাচ্ছে৷ রিপোর্ট- সন্দীপ হুদা।
advertisement
advertisement
advertisement
advertisement