Indian Railways: ঘন কুয়াশার কারণে ট্রেন লেট প্রতি বছর, সমস্যায় যাত্রীরা
- Published by:Debalina Datta
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Indian Railways: কেন সুরাহা করছে না রেল? প্রশ্ন যাত্রীদের।।
#কলকাতা: কখনও ১৬ ঘন্টা, কখনও আবার লেট ২১ ঘন্টা। রাজধানীর মতো প্রিমিয়াম ট্রেনকেও এই লেট সফর করতে হচ্ছে। যার জেরে চূড়ান্ত সমস্যায় পড়ছেন যাত্রীরা৷ রেলের তরফে জানানো হয়েছে ঘন কুয়াশার কারণে এই সমস্যা।
কিন্তু কেন কুয়াশায় ট্রেন চালানো যায় না? এর মূল সমস্যা কুয়াশায় ঢাকা রেলপথে দৃশ্যমানতা ক্রমশ কমতে থাকে। ঘন কুয়াশার চাদর সরিয়ে চালক সামনে প্রায় কিছুই দেখতে পান না। ফলে দুর্ঘটনা এড়াতে শীতের সময়ে এই ভাবেই গোটা দেশে বাতিল হয়ে যায় বহু ট্রেন। দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়। লেট চলতেই থাকে ট্রেনের৷ রেল বোর্ড সূত্রের খবর, কুয়াশা মোকাবিলায় নতুন একটি যন্ত্রের সাহায্য নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছিল। ‘ফগ পাস’ নামে একটি নয়া যন্ত্র রেলের হাতে এসেছে। যার সাহায্যে ঘন কুয়াশার মধ্যেও চালানো যাবে ট্রেন। সেটি চলবে জিপিএস প্রযুক্তিতে। গত কয়েক বছর ধরে এই যন্ত্রের কথা বারবার বলে এসেছে রেল।
advertisement
advertisement
যন্ত্রের সঙ্গে লাগানো একটি এলসিডি স্ক্রিনের সাহায্যে চালক গাঢ় কুয়াশাতেও বুঝতে পারবেন, সামনের সিগন্যাল লাল না সবুজ, লেভেল ক্রসিং বন্ধ না খোলা, সর্বোপরি একই লাইনে সামনে ঠিক কতটা দূরে রয়েছে অন্য ট্রেন। রেল বোর্ড যাত্রী সুরক্ষা নিয়ে একাধিক নির্দেশ জারি করেছিল। তার মধ্যে একটি ছিল, চালক মনে করলে যাত্রী সুরক্ষার কথা ভেবে গতি কমাতে পারেন। তার পর থেকে ট্রেনের চালক এবং গার্ড কোনও ঝুঁকি নিতে চাইছেন না। কুয়াশা হলেই তাঁরা ওই নিয়ম মেনে ট্রেনের গতি কমিয়ে দিচ্ছেন। তাতেই ঘটছে দেরি।গত কয়েক বছর ধরে দূষণের জেরে উত্তর ভারতে কুয়াশার সঙ্গে বাতাসের ধুলিকণা মিশে ধোঁয়াশা তৈরি করছে। যাতে আরও বেশি গাঢ় হচ্ছে কুয়াশা।
advertisement
রেল বোর্ডের কর্তাদের বক্তব্য, কুয়াশায় দৃশ্যমানতা কমে গেলেই যাত্রীদের নিরাপত্তার জন্য চালকেরা ট্রেনের গতি কমিয়ে ১০ কিলোমিটার করে দিচ্ছেন। তাতেই ‘লেট’ বাড়ছে। ইঞ্জিনে ওই নতুন যন্ত্র থাকলে চালকেরা স্বচ্ছন্দে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত গতিতে ট্রেন চালাতে পারবেন। তাতে দেরিও কমবে। তবে রেল কর্তাদের একাংশের অভিমত, যতই যন্ত্র বসানো হোক, শুধু কুয়াশা নয়। ট্রেনের জট পাকাচ্ছে অহরহ লাইন মেরামতির কাজও।
advertisement
ABIR GHOSHAL
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2023 11:45 AM IST