এতদিন অশোকনগর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনের দায়িত্বে ছিল অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন। তবে ইতিমধ্যেই রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী মাঠের দায়িত্ব নিয়েছে অশোকনগর কল্যাণগড় পুরসভা। তা নিয়েও তৈরি হয়েছে বিস্তর জটিলতা। এরই মাঝে অশোকনগর স্টেডিয়ামকে ঘিরে স্বপ্ন দেখতে শুরু করেছে ক্রীড়া প্রেমীরা। বিধায়ক জানান, উন্নত পরিকাঠামো সহ গ্যালারির সংস্কার করে যাতে কলকাতা লীগের মতো খেলা অশোকনগরের ক্রীড়া-প্রেমীদের উপহার দেওয়া যায় সেই লক্ষ্যেই এগোচ্ছে প্রশাসন।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, ভারতের সবথেকে লম্বা রাস্তা কোনটি, উত্তর অজানা অনেকের
ফলে আগামী এক দেড় বছরের মধ্যেই আমুল বদলে যাবে অশোকনগর বিধান চন্দ্র রায় ক্রীড়াঙ্গনের ছবি। বছরে কিছু প্রতিযোগিতা ও অশোকনগর উৎসব ছাড়া এমনি সময় ফাঁকাই পড়ে থাকে এই স্টেডিয়াম। কিছু ক্ষেত্রে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। তবে এবার প্রশাসনিক হস্তক্ষেপে ঘাস থেকে শুরু করে অত্যাধুনিক করে তোলা হবে এই ঐতিহ্যবাহী স্টেডিয়াম।
ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নানা ভাবনা-চিন্তাও শুরু করা হয়েছে বলে খবর। বিভিন্ন দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে উত্তেজনার পারদ চড়বে এই স্টেডিয়ামে এমনটাই আসা বিধায়ক সহ অশোকনগরের ক্রীড়া প্রেমী মহলের। এখন কত দ্রুত এই স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু হয় সেদিকেই নজর অশোকনগরবাসীদের।
Rudra Nrayan Roy