স্থানীয় সূত্রের খবর, বাংলাদেশের বাসেরহাট জেলা থেকে গত শুক্রবার দেগঙ্গার পারপাটনা এলাকায় ছোট ভাইয়ের বাড়ি বেড়াতে আসেন মনোহর বিশ্বাস (৫৭)। বুধবার তাঁর বাংলাদেশে ফেরার কথা ছিল৷ বেশ কয়েক বছর পর বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন মনোহর৷ জমি জায়গা সংক্রান্ত একটি দীর্ঘদিনের বিবাদ ছিল৷ সেই সমস্যা মেটানোর জন্যেই তিনি এসেছিলেন বলে আহত ব্যক্তির পরিবার সূত্রের খবর। জানা গিয়েছে, সেই সমস্যা অনেকটা মিটেও গিয়েছিল৷ কিন্তু, তা-ও বাংলাদেশ ফেরার আগের রাতে ছোট ভাইকে কোদাল দিয়ে এলোপাথাড়ি মারধর করলেন দাদা।
advertisement
আরও পড়ুন: পুকুর ছেড়ে রাস্তায় সাঁতার কাটছে হাঁস! এমন অদ্ভুতুড়ে কাণ্ড দেখেছেন কখনও?
এরপরেই রক্তাক্ত অবস্থায় আহত ছোট ভাই শিবনাথ বিশ্বাস'কে (৫৪) প্রথমে হাবড়া হাসপাতালে ও পরে আর জি কর মেডিকেল কলেজে ভর্তি করান তাঁর পরিবারের সদস্যেরা। আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন শিবনাথ বিশ্বাস।
আরও পড়ুন: স্বামী-সন্তানকে খুনের হুমকি দিয়ে দিনের পর দিন অত্যাচার! আর সহ্য করতে না পেরে..
বুধবার দেগঙ্গা থানায় অভিযুক্ত মনোহর বিশ্বাসের কঠিন সাজা চেয়ে দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন আহত ব্যক্তির বৌমা স্বপ্না বিশ্বাস। ধৃতকে পুলিশি হেফাজতে চেয়ে বারাসত আদালতে পাঠিয়েছে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশের অনুমান সম্পত্তি গত বিবাদে ভাইকে খুন করে বুধবার বাংলাদেশ চলে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের।
জিয়াউল আলম