Hooghly News: পুকুর ছেড়ে রাস্তায় সাঁতার কাটছে হাঁস! এমন অদ্ভুতুড়ে কাণ্ড দেখেছেন কখনও?
- Published by:Satabdi Adhikary
- Reported by:RAHI HALDAR
Last Updated:
ওই এলাকায় কুড়ি থেকে ২৫ টি বাড়ি বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। সেখানকার মানুষের যাতায়াত করতে হয় জুতো হাতে। রাস্তা না পুকুর তা বোঝার উপায় থাকে না৷ তাই রাস্তাতেও চড়ে বেড়ায় হাঁস। গোটা রাস্তাটাই ভরে গিয়েছে খানাখন্দে৷
হুগলি: পুকুরে, বা জলাশয়ে নয়৷ হাঁস কিনা সাঁতার কাটছে রাস্তায়। যদিও তাতে হাঁসের কোনও দোষ দেখতে পাচ্ছেন না গ্রামের বাসিন্দারা। কারণ, কোনটা রাস্তা আর কোনটা পুকুর সেটা বোঝা দায় হয়ে গিয়েছে সাধারণ মানুষের কাছেও। সামান্য দু-এক পশলা বৃষ্টিতেই নাকি জলজ্যান্ত রাস্তা পরিণত হয়ে যায় পুকুরে। তাই রাস্তাকেই পুকুর ভেবে হাঁসেরা নেমে সাঁতার কাটতে। এমই দৃশ্য দেখা গিয়েছে, হুগলির নবগ্রাম পঞ্চায়েতের অধীন বড়বয়েরা দিঘির ধার এলাকায়।
ওই এলাকায় ২০ থেকে ২৫টি বাড়ি বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে বলে জানাচ্ছেন এলাকার বাসিন্দারা। জুতো হাতে যাতায়াত করতে হয় সেখানকার মানুষদের। রাস্তা না পুকুর, তা বোঝার উপায় থাকে না৷ তাই রাস্তাতেও চড়ে বেড়ায় হাঁস। এলাকাবাসীর অভিযোগ, গোটা রাস্তাটাই ভরে গিয়েছে খানাখন্দে৷ তার মধ্যে জমে রয়েছে জল৷ ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
advertisement
আরও পড়ুন: স্বামী-সন্তানকে খুনের হুমকি দিয়ে দিনের পর দিন অত্যাচার! আর সহ্য করতে না পেরে..
স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই রাস্তার এরকম বেহাল অবস্থা৷ রাস্তার জল ঘরে ঢুকে যাচ্ছে৷ জল মারিয়েই খাবার জল আনতে হচ্ছে তাঁদের। প্রধানকে এবিষয়ে জানানো হলেও কোনও লাভ হয়নি বলে জানান তিনি।
advertisement
advertisement
স্থানীয়দের অভিযোগ, এখনও সেইভাবে বৃষ্টি পড়েনি৷ তার মধ্যেই পুকুর এবং ড্রেনের জল বাড়িতে ঢুকে যাচ্ছে। পঞ্চায়েত সদস্যকে বারংবার বলা হলেও কোনও লাভ হয় না বলে জানাচ্ছেন তাঁরা।
আরও পড়ুন: সন্তানের জন্ম দিলেই লক্ষ লক্ষ টাকা দেয় এই সব দেশ, এমনকি, দেয় দুধ-ডায়াপারের দামও
নবগ্রাম পঞ্চায়েত প্রধান শিবানী দত্ত জানান, পঞ্চায়েত কোনও পদক্ষেপ করছে না, এটা সম্পূর্ণ ভুল কথা, সমস্ত রাস্তাই পাকা করে দেওয়া হয়েছে। হাইড্রেনগুলো এক এক সময় সাধারণ মানুষের ফেলা প্লাস্টিকে ভর্তি হয়ে যায়। সেই কারণেই হয়ত জায়গা বিশেষে জল জমে৷
advertisement
রাহী হালদার
Location :
West Bengal
First Published :
May 03, 2023 2:00 PM IST