মৃত যুবকের নাম কৌশিক ঢালি (২০), বাড়ি নদিয়ায়। মেয়েটি বিএনবসু হাসপাতালে চিকিৎসাধীন আহত অবস্থায়। বারাকপুর থানার পুলিশ গিয়ে তাদের গাছ কেটে সেখান থেকে বের করে হসপিটালে নিয়ে যায়। বাঁচানো সম্ভব হয়নি যুবককে পুলিশ জানায় আহত মহিলা আপাতত স্থিতিশীল আছে। তার চিকিৎসা চলছে।
অপরদিকে মোহনপুরের থানার অন্তর্গত জাফরপুর চালবাজার এলাকায় বাড়িতে নারকেল গাছ পড়ে মৃত্যু হয় ৪০ বছরের সরস্বতী বিশ্বাস নামে এক মহিলার । তাকেও ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা চিকিৎসা গেলে তাকে মৃত বলে ঘোষণা করে ।
advertisement
আরও পড়ুন: বৈশাখের শেষে ‘অকাল চড়ক’! জল-সন্ন্যাস দেখার আকর্ষণে উপচে পড়ল ভিড়, দেখুন ভিডিও
মৃত মহিলা এই ঝড় বৃষ্টির সময় বাড়ির বাগানে নারকেল কুড়াতে গিয়েছিল। আচমকা একটি বড় গাছ তার উপর ভেঙে পড়ে আশঙ্কা জনক অবস্থায় থাকে বারাকপুর বি এন বসু হসপিটালে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
অরুণ ঘোষ