TRENDING:

North 24 parganas News: কাঠের গুদামে হঠাৎ আগুন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন, পৌঁছলেন পুর চেয়ারম্যান

Last Updated:

দু সপ্তাহ আগে চরাপাড়াতে কাঠের গোডাউনে আগুন লেগেছিল৷ তখনও পুড়ে ছাই হয়ে গিয়েছিল তিনটি দোকান। তারপরে আগুন লাগে একটি গাড়ির দোকানে৷ সেখানে মজুত ছিল প্রচুর মোবিল ও ডিজেল। এবারেও কাঠের গোডাউনে আগুন৷ দমকল অফিসারদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হালিশহর: হালিশহর চৌমাথায় কাঠের গোডাউনে ভয়াবহ আগুন। মাঝরাতে হঠাৎই আগুন লেগে যায় কাঠের একটি গোডাউনে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশে আরও তিনটি দোকানে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু যেহেতু দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকে হিমশিম খেতে হয়, নৈহাটি ও কাঁচরাপাড়া থেকে আসে আরও ৪টি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। এলাকার মানুষও ঝাঁপিয়ে পড়ে৷ তাঁরাও চেষ্টা করে ভিতর থেকে কিছু কাঠ টেনে বাইরে বের করে আনেন।
 কাঠের গুদামে আগুন
কাঠের গুদামে আগুন
advertisement

দু সপ্তাহ আগে চরাপাড়াতে কাঠের গোডাউনে আগুন লেগেছিল৷ তখনও পুড়ে ছাই হয়ে গিয়েছিল তিনটি দোকান। তারপরে আগুন লাগে একটি গাড়ির দোকানে৷ সেখানে মজুত ছিল প্রচুর মোবিল ও ডিজেল। এবারেও কাঠের গোডাউনে আগুন৷ দমকল অফিসারদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।

advertisement

আরও পড়ুন: হঠাৎ করেই মোটরবাইকে উঠে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় সাদা হেলমেট, ভিডিও ভাইরাল

View More

খবর পেয়ে ঘটনাস্থলে যান হালিশহর পুরসভার চেয়ারম্যান-সহ অন্য আধিকারিকেরা৷ তবে চেয়ারম্যান জানান, এর মধ্যে কোনও নাশকতা থাকলেও থাকতে পারে৷ কেউ হয়ত ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগাচ্ছে। কারণ, পরপর একমাসের মধ্যে এতগুলো দোকানে আগুন কীভাবে লাগা সম্ভব?

advertisement

অরুণ ঘোষ

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 parganas News: কাঠের গুদামে হঠাৎ আগুন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন, পৌঁছলেন পুর চেয়ারম্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল