দু সপ্তাহ আগে চরাপাড়াতে কাঠের গোডাউনে আগুন লেগেছিল৷ তখনও পুড়ে ছাই হয়ে গিয়েছিল তিনটি দোকান। তারপরে আগুন লাগে একটি গাড়ির দোকানে৷ সেখানে মজুত ছিল প্রচুর মোবিল ও ডিজেল। এবারেও কাঠের গোডাউনে আগুন৷ দমকল অফিসারদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।
advertisement
আরও পড়ুন: হঠাৎ করেই মোটরবাইকে উঠে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় সাদা হেলমেট, ভিডিও ভাইরাল
খবর পেয়ে ঘটনাস্থলে যান হালিশহর পুরসভার চেয়ারম্যান-সহ অন্য আধিকারিকেরা৷ তবে চেয়ারম্যান জানান, এর মধ্যে কোনও নাশকতা থাকলেও থাকতে পারে৷ কেউ হয়ত ইচ্ছাকৃতভাবে এই আগুন লাগাচ্ছে। কারণ, পরপর একমাসের মধ্যে এতগুলো দোকানে আগুন কীভাবে লাগা সম্ভব?
advertisement
অরুণ ঘোষ
Location :
West Bengal
First Published :
June 02, 2023 10:50 AM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 parganas News: কাঠের গুদামে হঠাৎ আগুন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন, পৌঁছলেন পুর চেয়ারম্যান