Mamata Banerjee | Wrestlers Protest: হঠাৎ করেই মোটরবাইকে উঠে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় সাদা হেলমেট, ভিডিও ভাইরাল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিজেপি সাংসদ তথা Wrestling Federation of India (WFI) প্রধান ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে যৌন এবং মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাত এবং বজরঙ পুনিয়ারা৷ দিল্লিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ এমনকি, গত ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতারও হতে হয় তাঁদের৷ দেশের জন্যপদক আনা কুস্তিবীরদের এমন অবস্থা দেখে নিন্দায় সরব হন নাগরিকদের একাংশ৷
কলকাতা: দিল্লিতে আন্দোলনরত কুস্তিবীরদের সমর্থনে গত বৃহস্পতিবারই কলকাতার রাজপথে মোমবাতি মিছিলে শামিল হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন ময়দানের গোষ্ঠ পালের মূর্তি থেকে মেয়ো রোড-ডাফরিন রোডের ক্রশিংয়ে গান্ধির মূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি মিছিল করেন তিনি৷ কিন্তু, এরই মাঝে মুখ্যমন্ত্রী দেখা যায় মোটরবাইকে সওয়ার হতে৷ যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
ভিডিয়োয় দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো এক নিরাপত্তাকর্মীর মোটরবাইকের পিছনে উঠে বসেন৷ তাঁর পিছনেই দৌড়তে থাকেন তাঁর অন্য নিরাপত্তাকর্মীরা৷ বাইকে বসেই সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন মমতা৷ এদিন তাঁর মাথায় সাদা হেলমেটও ছিল৷
#WATCH | West Bengal CM Mamata Banerjee rides pillion on a motorcycle in Kolkata. Earlier this evening, she participated in a candlelight march to the Gandhi statue in support of protesting wrestlers. pic.twitter.com/DPd6kNGWTF
— ANI (@ANI) June 1, 2023
advertisement
advertisement
বিজেপি সাংসদ তথা Wrestling Federation of India (WFI) প্রধান ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে যৌন এবং মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাত এবং বজরঙ পুনিয়ারা৷ দিল্লিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ এমনকি, গত ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতারও হতে হয় তাঁদের৷ দেশের জন্যপদক আনা কুস্তিবীরদের এমন অবস্থা দেখে নিন্দায় সরব হন নাগরিকদের একাংশ৷
advertisement
এদিন সেই কুস্তিবীরদের সমর্থনে একটি মোমবাতি মিছিলের আয়োজন করেন মমতা৷ দেশের সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠানের শীর্ষে বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তিদের বসানোর অভিযোগ তুলে মমতা বলেন, ‘‘WFI প্রধানের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ আনা হয়েছে৷ কিন্তু, তা-ও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ৷ শুধুমাত্র পদত্যাগ নয়, ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা উচিত৷ এই ঘটনা আমাদের লজ্জা৷ কুস্তিবীররা বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে৷’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 02, 2023 8:53 AM IST