Mamata Banerjee | Wrestlers Protest: হঠাৎ করেই মোটরবাইকে উঠে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় সাদা হেলমেট, ভিডিও ভাইরাল

Last Updated:

বিজেপি সাংসদ তথা Wrestling Federation of India (WFI) প্রধান ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে যৌন এবং মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাত এবং বজরঙ পুনিয়ারা৷ দিল্লিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ এমনকি, গত ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতারও হতে হয় তাঁদের৷ দেশের জন্যপদক আনা কুস্তিবীরদের এমন অবস্থা দেখে নিন্দায় সরব হন নাগরিকদের একাংশ৷

কলকাতা: দিল্লিতে আন্দোলনরত কুস্তিবীরদের সমর্থনে গত বৃহস্পতিবারই কলকাতার রাজপথে মোমবাতি মিছিলে শামিল হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন ময়দানের গোষ্ঠ পালের মূর্তি থেকে মেয়ো রোড-ডাফরিন রোডের ক্রশিংয়ে গান্ধির মূর্তির পাদদেশ পর্যন্ত মোমবাতি মিছিল করেন তিনি৷ কিন্তু, এরই মাঝে মুখ্যমন্ত্রী দেখা যায় মোটরবাইকে সওয়ার হতে৷ যে ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
ভিডিয়োয় দেখা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো এক নিরাপত্তাকর্মীর মোটরবাইকের পিছনে উঠে বসেন৷ তাঁর পিছনেই দৌড়তে থাকেন তাঁর অন্য নিরাপত্তাকর্মীরা৷ বাইকে বসেই সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন মমতা৷ এদিন তাঁর মাথায় সাদা হেলমেটও ছিল৷
advertisement
advertisement
বিজেপি সাংসদ তথা Wrestling Federation of India (WFI) প্রধান ব্রিজভূষণ সিং-এর বিরুদ্ধে যৌন এবং মানসিক হেনস্থার অভিযোগ এনেছেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাত এবং বজরঙ পুনিয়ারা৷ দিল্লিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা৷ এমনকি, গত ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতারও হতে হয় তাঁদের৷ দেশের জন্যপদক আনা কুস্তিবীরদের এমন অবস্থা দেখে নিন্দায় সরব হন নাগরিকদের একাংশ৷
advertisement
এদিন সেই কুস্তিবীরদের সমর্থনে একটি মোমবাতি মিছিলের আয়োজন করেন মমতা৷ দেশের সমস্ত ক্রীড়া প্রতিষ্ঠানের শীর্ষে বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তিদের বসানোর অভিযোগ তুলে মমতা বলেন, ‘‘WFI প্রধানের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগ আনা হয়েছে৷ কিন্তু, তা-ও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ৷ শুধুমাত্র পদত্যাগ নয়, ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা উচিত৷ এই ঘটনা আমাদের লজ্জা৷ কুস্তিবীররা বিচার না পাওয়া পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে৷’’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee | Wrestlers Protest: হঠাৎ করেই মোটরবাইকে উঠে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, মাথায় সাদা হেলমেট, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement