Wrestlers' Protest | New Delhi: দিল্লিতেও কুস্তিগীরদের পাশে দাঁড়াল তৃণমূল, সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াক আউট সাংসদদের
- Published by:Satabdi Adhikary
- Written by:Rajib Chakraborty
Last Updated:
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা এবার আমরণ অনশন করবেন বলেও জানিয়ে দিয়েছেন। অর্থাৎ, তাঁদের আন্দোলন আরও বড় আকার নিতে চলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বজরং পুনিয়া বলেছেন, ‘‘পদকগুলোই আমাদের জীবনের সব। সেগুলো না থাকলে আর বেঁচে থাকা কীসের জন্য! ইন্ডিয়া গেটের সামনে আমরা অনশনে বসব।’’
নয়াদিল্লি: আবেদন জানানোর পরেও কুস্তিগীরদের অভিযোগ এবং তাঁদের আন্দোলন আলোচনার অন্তর্ভুক্ত করা হয়নি। এই অভিযোগে গত বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করল তৃণমূল কংগ্রেস। শিক্ষা, ক্রীড়া ও যুব কল্যাণ, নারী ও শিশু কল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য তৃণমূলের সুস্মিতা দেব এবং অসিত মাল। এদিন বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই ওয়াক আউট করেন দুই সাংসদ।
এদিন বৈঠকের শুরুতে সরকারের তরফে অলিম্পিক্স নিয়ে একটি প্রেজেন্টেশন দেওয়া হয়। তারপরেই তৃণমূলের তরফে কুস্তিগীরদের আন্দোলন এবং মহিলা ক্রীড়াবিদদের নিরাপত্তা নিয়ে আলোচনার দাবি জানানো হয়। যদিও চেয়ারম্যান বিবেক ঠাকুর জানান, যেহেতু এই বিষয়টি বৈঠকে আলোচনার বিষয়বস্তুর তালিকাভুক্ত করা হয়নি, সেই কারণে এই বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। আর তাতেই ক্ষুব্ধ হয়ে ওয়াক আউট করেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ।
advertisement
আরও পড়ুন পরপর দুটি কন্যা সন্তানের জন্ম, আক্রোশে গৃহবধূর সঙ্গে যা করল তাঁর শ্বশুরবাড়ির লোক, শুনলে শিউরে উঠবেন
সুস্মিতা দেবের দাবি, সংসদীয় কমিটি সরকারের মুখপাত্র নয়। বিভিন্ন নীতি, সিদ্ধান্ত নিয়ে আলোচনা করাই সংসদীয় কমিটির কাজ। প্রসঙ্গত উল্লেখ্য, বিক্ষোভরত ক্রীড়াবিদদের পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় মোমবাতি মিছিল করেছেন তিনি। গত মঙ্গলবার গঙ্গায় পদক ভাসিয়ে প্রতিবাদ জানানোর উদ্যোগ নেন ক্রীড়াবিদরা। যদিও শেষ পর্যন্ত সরকারকে ৫ দিনের সময় দেন তাঁরা।
advertisement
advertisement
বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা এবার আমরণ অনশন করবেন বলেও জানিয়ে দিয়েছেন। অর্থাৎ, তাঁদের আন্দোলন আরও বড় আকার নিতে চলেছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বজরং পুনিয়া বলেছেন, ‘‘পদকগুলোই আমাদের জীবনের সব। সেগুলো না থাকলে আর বেঁচে থাকা কীসের জন্য! ইন্ডিয়া গেটের সামনে আমরা অনশনে বসব।’’
advertisement
আরও পড়ুন এ কেমন কাজ? হাতের সামান্য আঁচড়েই উঠে যাচ্ছে নতুন তৈরি পিচ রাস্তা! ভাইরাল ভিডিও
কুস্তিগীররা আরও বলেছেন, ‘‘আমরণ অনশনের আসল উদ্দেশ্য, দেশবাসী যেন মহিলা কুস্তিগীরদের পাশে দাঁড়ায়।’’ তবে তাঁরা দেশের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি। তাঁদের পাশে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, ‘যে সমস্ত কুস্তিগীরেরা আন্দোলন করছেন, আমাদের তাঁদের পাশে দাঁড়ানো উচিত৷ তাঁরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কথা বলছেন৷ আমাদের দেশের ক্রীড়াবিদেরা আমাদের গর্ব৷ ওঁরা চ্যাম্পিয়ন৷ রাজনৈতিক পরিচয় যা-ই হোক, যে অপরাধী, তাঁর অবশ্যই সাজা হওয়া উচিত৷ বিচার হওয়া উচিত৷ সত্যের জয় হওয়া উচিত৷’
advertisement
রাজীব চক্রবর্তী
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 02, 2023 8:30 AM IST