Murshidabad News: পরপর দুটি কন্যা সন্তানের জন্ম, আক্রোশে গৃহবধূর সঙ্গে যা করল তাঁর শ্বশুরবাড়ির লোক, শুনলে শিউরে উঠবেন
- Reported by:Pranab kumar Banerjee
- local18
- Published by:Satabdi Adhikary
Last Updated:
বুধবার রাতে রাশেদার বাপের বাড়ি ফোন করে জানানো হয় আত্মহত্যা করেছে সে। পরিবারের লোকেরা ছুটে এসে দেখে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে রাশেদা। পরিবারের অভিযোগ শ্বাসরোধ করে খুন করা হয়েছে রাশেদাকে।
দক্ষিণবঙ্গ: পরপর দুটি কন্যা সন্তানের জন্ম দেওয়ায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রানিনগর থানার কাতলামারি এলাকায়।
মৃত গৃহবধূর নাম রাশেদা বিবি (৩০)। খবর পেয়ে ঘটনাস্থলে রানিনগর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার পর থেকেই পলাতক স্বামী মোস্তাক কামাল সহ শ্বশুরবাড়ির লোকেরা।
রাশেদা বিবির পরিবার রানিনগর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: রাজ্যজুড়ে দাবদাহ, স্বস্তি নেই পাহাড়েও, গরমে পুড়ছে কালিম্পং! তাপমাত্রা কত জানেন?
১২ বছর আগে একই গ্রামের মোস্তাক কামাল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় রাশেদা বিবির। সংসার ভালই চলছিল। এরপর এক কন্যা সন্তানের জন্ম দেয় রাশেদা। তারপর আবার বছর চারেক আগে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দেয় সে।
advertisement
কিন্তু এরপরেই পরপর দুটো মেয়ের জন্ম দেওয়ায় বাড়িতে অশান্তি শুরু হয় বলে অভিযোগ। রাশেদার বাপের বাড়ির অভিযোগ কন্যা সন্তান জন্ম দেওয়ায় শারীরিক ও মানসিক অত্যাচার করা হত রাশেদাকে। এমনকি, পুত্র সন্তানের জন্য রাশেদার স্বামী মোস্তাক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে বলেও অভিযোগ।
advertisement
বুধবার রাতে রাশেদার বাপের বাড়ি ফোন করে জানানো হয় আত্মহত্যা করেছে সে। পরিবারের লোকেরা ছুটে এসে দেখে মৃত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছে রাশেদা। পরিবারের অভিযোগ শ্বাসরোধ করে খুন করা হয়েছে রাশেদাকে।
রাশেদার দিদি মারুফা খাতুন বলেন, ‘‘আমার বোন পর পর দুটো মেয়ের জন্ম দেওয়ায় ওর স্বামী আর শ্বশুরবাড়ির লোকেরা খুব অত্যাচার করত। পুত্র সন্তানের জন্য ওর স্বামী মোস্তাক বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিল। এই নিয়েও ওদের মধ্যে অশান্তি চলছিল। আমার বোনকে খুন করা হয়েছে। আমরা বিচার চাই।’’
advertisement
আরও পড়ুন এ কেমন কাজ? হাতের সামান্য আঁচড়েই উঠে যাচ্ছে নতুন তৈরি পিচ রাস্তা! ভাইরাল ভিডিও
মৃত রাশেদা বিবির আত্মীয় গোলাম শেখ বলেন, ‘‘কন্যা সন্তান জন্য দেওয়ার জন্য রাশেদাকে খুব অত্যাচার করত ওর শ্বশুরবাড়ির লোকেরা। দিন দিন অশান্তি বেড়েই চলছিল। আমরা খবর পেয়ে ছুটে এসে দেখি রাশেদা মাটিতে পড়ে রয়েছে। ও আত্মহত্যা করেনি ওকে খুন করা হয়েছে। আমরা চাই ওর স্বামী ও শ্বশুরবাড়ির লোকেদের গ্রেফতার করে পুলিশ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Jun 02, 2023 8:20 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পরপর দুটি কন্যা সন্তানের জন্ম, আক্রোশে গৃহবধূর সঙ্গে যা করল তাঁর শ্বশুরবাড়ির লোক, শুনলে শিউরে উঠবেন








