Viral Video | Maharastra: এ কেমন কাজ? হাতের সামান্য আঁচড়েই উঠে যাচ্ছে নতুন তৈরি পিচ রাস্তা! ভাইরাল ভিডিও
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
৩৮ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে পুরনো রাস্তার উপরে বিছানো হয়েছে কার্পেটের মতো কোনও বস্তু৷ তারই উপরে দেওয়া হয়েছে পিচ৷ এই রাস্তা তৈরির বরাত স্থানীয় রানা ঠাকুর নামের এক ঠিকাদার পেয়েছেন বলে দাবি করা হয়েছে ভিডিয়োয়৷
মহারাষ্ট্র: নতুন পিচ করা ঝকঝকে কালো রাস্তা৷ দূরে দাঁড়িয়ে আছে রাস্তা তৈরির যন্ত্রপাতিও৷ কিন্তু, নতুন তৈরি এই রাস্তাই হাত দিয়ে মুড়ি-মুড়কির মতো তুলে দিচ্ছেন গ্রামবাসী৷ সম্প্রতি এমনই একটি ভিডিও হুহু করে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ রাস্তা নির্মাণের এমন সস্তা কাজ দেখিয়ে তুলোধনা করা হচ্ছে সরকারের৷ কিন্তু, কোথায় ঘটেছে এই ঘটনা?
৩৮ সেকেন্ডের ওই ভিডিয়োয় দেখা গিয়েছে পুরনো রাস্তার উপরে বিছানো হয়েছে কার্পেটের মতো কোনও বস্তু৷ তারই উপরে দেওয়া হয়েছে পিচ৷ এই রাস্তা তৈরির বরাত স্থানীয় রানা ঠাকুর নামের এক ঠিকাদার পেয়েছেন বলে দাবি করা হয়েছে ভিডিয়োয়৷
When Kaleen Bhaiya ventures into Road construction 😂😂 The contractor made a fake road— with carpet as a base! #Maharashtra #India #Wednesdayvibe pic.twitter.com/6MpHaL5V6x
— Rohit Sharma 🇺🇸🇮🇳 (@DcWalaDesi) May 31, 2023
advertisement
advertisement
সূত্রের খবর, ভিডিওটি মহারাষ্ট্রের জালনা জেলার আম্বাদ তালুকের৷ কারজাত-হাস্ত রাস্তার মাঝের একটি অংশই ওই ভিডিয়োয় দেখানো হয়েছে বলে সূত্রের খবর৷ রাস্তাটি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় তৈরি হয়েছে বলে জানা গিয়েছে৷
advertisement
আরও পড়ুন: ডারউইনের পরে এবার দশম শ্রেণির সিলেবাস থেকে বাদ ‘পর্যায় সারণি’, ‘গণতন্ত্র’-এর মতো বিষয়! পড়ার চাপ কমাতেই উদ্যোগ, বলছে NCERT
ঠিকাদার অবশ্য জানিয়েছেন, বিশেষ জার্মান প্রযুক্তিতে ওই রাস্তা তৈরি করছেন তাঁরা৷ যদিও কাজটা যে মোটেও ভাল হয়নি, তা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে৷
ভিডিয়োয় মহারাষ্ট্র সরকারের চূড়ান্ত সমালোচনা করেছেন গ্রামবাসী৷ এই ঘটনার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
June 01, 2023 5:35 PM IST