মানুষ মারা গেলে যেভাবে পারলৌকিক ক্রিয়া নিয়ম মেনে করা হয় সেভাবেই করা হচ্ছে ‘ভক্ত’ টিয়ার পারলৌকিক কাজ। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভক্ত আসলে একটি টিয়া পাখি। ২৫ বছর ধরে হাবরার এক নম্বর ওয়ার্ডের আয়রা মাঠপাড়া এলাকায় মজুমদার বাড়ি ছিল তার আস্তানা। দিন তিনেক আগে বাড়িতে চলছিল অনুষ্ঠান, সেখানেই মাইকের আওয়াজে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে পোষ্য টিয়াপাখি। মুহূর্তেই পরিবারের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না কেউই। সুস্থ ভক্ত হঠাৎই হয়ে পড়ে অসুস্থ। ছুটে আসে আশপাশের এলাকার মানুষজনও। আসবে নাইবা কেন, কারণ তাদের প্রিয় ভক্ত হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। তবে এভাবেই মুহূর্তের মধ্যে ভক্ত যে সকলকে ছেড়ে চলে যাবে তা গুণাক্ষরেও ভাবতে পারেননি পরিবারের সদস্যরা। ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে শরীর। পরিবারের সদস্যরাও বুঝতে পারেন ভক্তর বিদায়বেলা আসন্ন।
advertisement
চোখ মুছতে মুছতেই জানালেন পরিবারের এক সদস্য। হৃদরোগেই হয়তো সকলকে ছেড়ে চলে যায় ভক্ত টিয়া পাখি অনুমান পরিবারের সদস্যদের। আর তারপরেই রীতিমতো নিষ্ঠা সহকারে ভক্তর দেহ গঙ্গায়, কলার ভেলায় ফুল মালা দিয়ে ভাসিয়ে দেওয়া হয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে। আর তারপর থেকেই ফল ও সিদ্ধ ভাত খেয়েই অশুচ পালন করেন গোটা পরিবার। এদিন পুরোহিত ডেকে শ্রাদ্ধানুষ্ঠান মধ্যে দিয়েই হল ভক্তর টিয়ার পারলৌকিক কাজ। শুধু তাই নয়, শ্রাদ্ধ অনুষ্ঠানের পর করা হয় মৎস্যমুখীরও আয়োজন। শ্রাদ্ধ অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবারের সকল সদস্যই ইচ্ছা প্রকাশ করলেন, পরের জন্মে ভক্ত যেন মানুষ হয়েই জন্মায় এই পরিবারে। ভক্ত না থাকায় আজ অনেকটাই যেন ফাঁকা গোটা বাড়ি।
Rudra Narayan Roy