তবে এবার নাটু নাটুর তালে জুনিয়র এনটিআর এবং রামচরণকে দেখতে রীতিমতো ভিড় জমছে উত্তর ২৪ পরগনার বিরাটিতে। বিখ্যাত এই অভিনেতাদের সামনে পেয়ে চলছে সেলফি তোলা, ফোনে নিজেদেরকে ফ্রেমবন্দি করা সহ দক্ষিণ ভারতীয় দুই অভিনেতা কে চাক্ষুষ দেখার শখ যেন পূরণ করে নিচ্ছেন বহু মানুষ। তবে কি এই বিখ্যাত দুই অভিনেতা পা রেখেছেন কলকাতায়! আর ঘুণাক্ষরেও টের পাননি কেউ! তবে বিষয়টি খোলসা করা যাক।
advertisement
নাটু নাটু গানে অস্কার জয়ের পর, জুনিয়র এনটিআর এবং রামচরণের সেই জুটি এবার ফুটে উঠছে, সিলিকনের জাদুকর সুবিমল দাসের হাতে। হুবহু দুই অভিনেতার সিলিকনের মূর্তি দেখতেই এখন ভিড় জমছে মানুষের। সেই চুল, সেই দাড়ি, সেই ড্রেস, সেই চেনা ভঙ্গিতে কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে জুনিয়র এনটিআর এবং রামচরণ। নিখুঁত হাতের কাজে যেন জীবন্ত হয়ে উঠেছে সিলিকনের এই বিখ্যাত অভিনেতারা।
নাটু নাটু গানের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গেই অভিনেতাদের চেনা মুখ আরও চেনা হয়ে উঠেছে সকলের কাছে। তাই সুবিমলবাবুর কারখানায় এই দুই অভিনেতাকে দেখে রীতিমতো থমকে যাচ্ছেন মানুষজন। কারখানায় কর্মরত সিলিকন শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত প্রায় একমাস ধরে বিভিন্ন ধাপে ধাপে তৈরি করা হয়েছে এই অভিনেতাদের সিলিকনের মূর্তি।
প্রথমে মাটি দিয়ে পোর্ট্রেট করে, তার পর মোল্ড করার পর অবশেষে সিলিকন দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে অভিনেতা জুনিয়র এনটিআর এবং রামচরণের মুখমণ্ডল হাত-সহ গোটা শরীর। শুধু তাই নয়, সিলিকন দিয়ে তৈরির কারণে মুহূর্তে স্পর্শ করলে যেন মানবশরীরেরই অনুভূতি মেলে। তাই মডেল হলেও যেন জীবন্ত হয়ে ওঠে মূর্তিগুলি। উচ্চতা থেকে শুরু করে শরীরের গঠন, ত্বকের রং, চোখ, দাড়ি, স্টাইল সমস্ত কিছুই নিখুঁতভাবে ফুটে উঠেছে সিলিকনের জাদুকর সুবিমল দাসের হাতে।
জানা গিয়েছে হরিদ্বারের কোন এক মিউজিয়ামে স্থান পাবে নাটু নাটু খ্যাত এই দুই অভিনেতার সিলিকনের মূর্তি। আর তাই সুবিমল বাবুর কারখানায় তৈরি হয়েছে বিখ্যাত দুই অভিনেতা জুনিয়র এনটিআর এবং রামচরণের সিলিকনের এই মূর্তি। যা আর কিছুদিনের মধ্যেই ওই মিউজিয়ামে গিয়ে চাক্ষুষ করতে পারবেন দেশ এমনকি বিদেশেরও মানুষজন। অস্কারখ্যাত দুই অভিনেতার সিলিকনের মূর্তি তৈরি করতে পেরে যেন নিজেরাও অনেকটাই খুশি, সুবিমল বাবু-সহ তাঁর গোটা শিল্পী পরিবার।