আরও পড়ুন: একসময়ের ‘গরিবের’ খাবার মিলেটের দাম আজ আকাশ ছোঁয়া! কৃষকদের আয় বাড়াতে তাতেই নজর
১৯১১ সালের আজকের দিনে অর্থাৎ ২৯ জুলাই ইংরেজ ফুটবল ক্লাব ইস্ট ইয়র্কশায়ার-কে ২-১ ব্যবধানে হারিয়ে আইএফএ শিল্ড জেতে মোহনবাগান। সেদিন ইংরেজ ক্লাবের ফুটবলাররা বুট পরে থাকলেও ১১ জন ভারতীয় খেলোয়াড় খালি পায়ে খেলেছিলেন। সেই জয় ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হয়ে দেখা দেয়। সেই দিনটিকেই পরবর্তীকালে মোহনবাগান দিবস হিসেবে ঘোষণা করা হয়।
advertisement
প্রতিবছর এই দিনটি মোহনবাগান দিবস হিসেবে ক্লাব কর্তাদের পাশাপাশি সাধারণ সমর্থকরা ব্যাপক উৎসাহের সঙ্গে পালন করেন। কলকাতা ময়দানের পাশাপাশি জেলায় জেলায় এই দিন আনন্দ উৎসবে মেতে ওঠেন সবুজ মেরুন সমর্থকরা। উত্তর ২৪ পরগনার বসিরহাটেও সেই ছবি দেখা গেল। যথাযোগ্য শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে দিনটি পালন করলেন মোহনবাগান সমর্থকরা।
জুলফিকার মোল্লা