আরও পড়ুন: বিদ্যালয়ে তৈরি হয়েছে ভেষজ বাগান, কারণ জানলে চমকে উঠবেন
শনি ও রবিবার ছুটির দিনেও খোলা থাকছে এই পঞ্চায়েত। মিনাখাঁর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের অসুবিধার কথা মাথায় রেখে সপ্তাহের সাত দিনই পঞ্চায়েত পঞ্চায়েত অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্চায়েত প্রধান মালবিকা রায় মান্না। নিজের পরিবারের কথা মাথায় না রেখে পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান মানুষের পরিষেবা দেওয়ার বিষয়টিতে বেশি গুরুত্ব দিয়েছেন।
advertisement
প্রধানের এই সিদ্ধান্তে খুশি এলাকার সরকারি, বেসরকারি অফিসের কর্মীরা ও সাধারণ মানুষ। এলাকার সরকারি-বেসরকারি কর্মীদের পাশাপাশি দিনমজুর, খেটে খাওয়া মানুষ তাঁদের অনেকেই কর্মসূত্রে এলাকার বাইরে থাকেন। যারা এলাকায় থাকেন তাঁরা সারা সপ্তাহ ধরে অফিসে যাওয়া আসা করেন। কিন্তু যাঁরা কর্মসূত্রে বাইরে থাকেন, তাঁদের পঞ্চায়েতে নানান প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হলে একদিন অফিস ছুটি করে পঞ্চায়েতে এসে নথি সংগ্রহ করতে হয়। কখনও কখনও বেসরকারি ও সরকারি অফিসের কর্মীরা ছুটি পান না, ফলে তাঁরা চরম সমস্যায় পড়েন। তাঁদের সেই অসুবিধার কথা মাথায় রেখেই মিনাখাঁর মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মালবিকা রায় মান্না এই নতুন নিয়ম চালু করেছেন। প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকছে পঞ্চায়েত অফিস।
জুলফিকার মোল্লা