TRENDING:

Crime News: অপহরণ নাকি ভালবাসা! নাবালিকাকে নিয়ে চম্পট যুবক, তারপর যা হল...! শিউরে উঠবেন

Last Updated:

Crime News: ভালবাসা নাকি অপহরণ! ৪৮ ঘন্টার মধ্যে ভিন রাজ্য থেকে উদ্ধার হওয়া নাবালিকা ও যুবককে ঘিরে এখন এই প্রশ্নই ঘুরছে নিউ ব্যারাকপুর নাবালিকা নিখোঁজ কাণ্ডে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা: ভালবাসা নাকি অপহরণ! ৪৮ ঘন্টার মধ্যে ভিন রাজ্য থেকে উদ্ধার হওয়া নাবালিকা ও যুবককে ঘিরে এখন এই প্রশ্নই ঘুরছে নিউ ব্যারাকপুর নাবালিকা নিখোঁজ কাণ্ডে। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে ১৩ বছরের নাবালিকা সহ এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীঘা উড়িষ্যা সীমান্তের তালসারি মেরিন থানার উদয়পুর বালাশোর থেকে নাবালিকাকে উদ্ধার করে নিউ ব্যারাকপুর থানার তদন্তকারী অফিসারেরা।
নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশন
নিউ ব্যারাকপুর পুলিশ স্টেশন
advertisement

এরপর ১৩ বছরের ওই নাবালিকা-সহ ২৭ বছরের যুবককে উদ্ধার করে নিউ ব্যারাকপুর থানায় নিয়ে আসেন চার জনের তদন্তকারী দল। পুলিশের এই ভূমিকায় খুশি নাবালিকার পরিবার সহ বিলকান্দা ১ নং গ্রাম পঞ্চায়েতের যুগবেড়িয়া দক্ষিণ পাড়ায় প্রতিবেশীরা। যুবকের নাম সঞ্জু মন্ডল। আদি বাড়ি বামনগাছি কাশিমপুর নতুনপাড়ায়। ছেলেটি যুগবেড়িয়ায় মেয়েটির বাড়ির আশেপাশে ভাড়া থাকত, তিন মাসে ধরে। নাবালিকা মেয়েটির বাবা মায়ের একটি মুদির দোকান রয়েছে। দোকানে ছেলেটির যাতায়াতের কারণে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

advertisement

আরও পড়ুন-       মহাশিবরাত্রিতে বিরল কাকতালীয় যোগ! সর্বার্থ সিদ্ধি যোগে প্রসন্ন করুন শিবকে, রাতারাতি ‘ধনী’ হওয়া কেউ আটকাতে পারবে না…!

আরও পড়ুন-      মাত্র ১৯-এ অকালে সব শেষ, লাস্ট পোস্টে কী লিখেছিলেন আমিরের অনস্ক্রিন কন্যা, ভাইরাল হতেই চোখে জল ভক্তদের

View More

তারপরই হঠাৎ সপ্তম শ্রেণির পড়ুয়াকে ফুসলিয়ে প্রতিবেশি ভাড়াটিয়া এক যুবক অন্যত্র নিয়ে চলে যায় বলে অভিযোগ ওঠে। পরিবারের লোকজন দীর্ঘ খোজাখুজি করে না পেয়ে নিউ ব্যারাকপুর থানায় নিখোঁজ ও অপহরণের অভিযোগ দায়ের করেন। এরপর নাবালিকার পরিবারের লোকজন ও স্থানীয় বাসিন্দারা বিনা কারণে অতি উৎসাহী হয়ে বিরোধী দলের প্ররোচনায় আচমকাই বোর্ডঘর সোদপুর রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। চলে ধস্তাধস্তি, দীর্ঘ কয়েক ঘন্টা মানুষের চরম ভোগান্তির শিকার হতে হয় এর জেরে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারকে কথা দেন মেয়েকে উদ্ধার করা হবে। সেই মত নিউ ব্যারাকপুর থানার পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে চার সদস্যের তদন্তকারী অফিসার ভিন রাজ্য পাড়ি দেন।

advertisement

মোবাইলে ট্র্যাক করে টাওয়ার লোকেশন ধরে নাবালিকা-সহ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় পুলিশের তরফে। অবশেষে ৪৮ ঘন্টার মধ্যে ভিন রাজ্য থেকে নাবালিকা-সহ অভিযুক্তকে উদ্ধার করা হয়। নাবালিকা-সহ অভিযুক্ত যুবকের মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। বর্তমানে নাবালিকাকে মধ্যমগ্রাম দোলতলা নিজলয় হোমে রাখা হয়েছে। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি বোঝার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারিরা। অপহরণ নাকি ভালবাসার জেরেই এমন ঘটনা তা নিয়ে এখন রীতিমতো দ্বন্দ্বে পুলিশ।

advertisement

Rudra Nrayan Roy

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Crime News: অপহরণ নাকি ভালবাসা! নাবালিকাকে নিয়ে চম্পট যুবক, তারপর যা হল...! শিউরে উঠবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল