TRENDING:

North 24 Parganas News: লন্ডনের ওয়াচ টাওয়ার এখন অশোকনগরে, এলাকাবাসীর চোখ কপালে

Last Updated:

নতুন বছরে এখানে ভিড় জমাচ্ছেন বহু মানুষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: নতুন বছরের শুরুতেই অশোকনগরবাসী উপহার হিসেবে পেল লন্ডনের বিগ বেন ওয়াচ টাওয়ার। অশোকনগরে প্রবেশের মুখেই শেরপুর এলাকায় গুরুত্বপূর্ণ মূল রাস্তার ধারে এপি এ ক্লাবের মাঠে বসানো হল প্রায় ৫০ ফুটের উপর বিগ বেন ওয়াচ টাওয়ারের ছোট সংস্করণ। ফলে শহরের সৌন্দর্য আরও বহু অংশে বৃদ্ধি পেল বলেই মনে করছেন এলাকাবাসীরা৷ পাশাপাশি অশোকনগরে বিভিন্ন দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি অন্যতম বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেও আশাবাদী স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই নানা রঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই ক্লক টাওয়ার। আর তা দেখতেই এখন ভিড় জমছে বহু মানুষের।
 ক্লক টাওয়ার
 ক্লক টাওয়ার
advertisement

পুরসভার সূত্রে জানা গিয়েছে, বিধায়ক নারায়ণ গোস্বামী তহবিলের টাকা থেকেই সৌন্দর্যের জন্য এই ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। টাওয়ারের মাথায় রয়েছে চারদিকে চারটি বড় মাপের ঘড়ি। প্রায় ৫০০ মিটার দূর থেকে দেখা যাচ্ছে ঘড়ির সময়। জাতীয় সড়ক ধরে অশোকনগর শহরে ঢুকতেই দূর থেকে চোখে পরছে এই ঘড়ি। বিধায়ক নারায়ন গোস্বামী লেকটাউনের ক্লক টাওয়ার দেখে, সৌন্দর্যের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন অশোকনগরে লন্ডনের বিগ বেন এই ঘড়ির ছোট সংস্করণ বসানোর। বিধায়কের ইচ্ছেকে মান্যতা দিয়েই পৌরসভার উদ্যোগে বসানো হল সুউচ্চ এই ওয়াচ টাওয়ার।

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়েই 'দিদির সুরক্ষাকবচ'? বিজেপিকে খোঁচা দিয়েই জবাব মমতার

আরও পড়ুন: 'প্রধানমন্ত্রীর মা মারা গেছেন, এ নিয়ে মন্তব্য করব না', হঠাৎ কেন বললেন মমতা?

View More

লোহার কাঠামো দিয়ে বাইরে ফাইবার দিয়ে কারুকার্য করে তৈরি হয়েছে এই টাওয়ার। রাত হলেই রং বদলাচ্ছে এই ওয়াচ টাওয়ার। নতুন বছরে শহরবাসী সহ এই বিগ বেন ওয়াচ টাওয়ার পেয়ে খুশি বলেই জানালেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। টাওয়ারে থাকা ঘড়ির সময় দেখে এখন থেকে একদম সঠিক সময় মিলিয়ে নিতে পারবেন সকলে। ৫০ ফুটের উপর লম্বা এবং আট ফুটের উপর চওড়া ক্লক টাওয়ারটি তৈরি করতে প্রায় কুড়ি লক্ষ টাকা মত ব্যয় হয়েছে বলেই প্রশাসন সূত্রে খবর। প্রিয় শহরে লন্ডনের বিগ বেন ক্লক টাওয়ার বসায় রীতিমতো উচ্ছ্বাসে মেতেছেন অশোকনগরবাসীরা। এদিন বিধায়ক নারায়ণ গোস্বামী উদ্বোধন করেন এই ক্লক টাওয়ারটির। এখন চলছে  ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে ছবি তোলার হিড়িক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রুদ্র নারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: লন্ডনের ওয়াচ টাওয়ার এখন অশোকনগরে, এলাকাবাসীর চোখ কপালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল