TRENDING:

North 24 Parganas News: হাড় কাঁপানো ঠান্ডায় ম্যারাথন দৌড়! ৬ বছরের খুদে থেকে ৪৫-এর মাঝবয়সী, দৌড়ালেন সবাই

Last Updated:

প্রবল ঠান্ডা পড়েছে। এরই মধ্যে অশোকনগরে আয়োজিত হয়ে গেল ম্যারাথন দৌড়। কনকনে শীতকে উপেক্ষা করে দৌড়লেন কচিকাঁচা থেকে মধ্যবয়সী সবাই দৌড়লেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তর ২৪ পরগনা: এই হাড় কাঁপানো শীতের সকালে প্রায় ২৫০ জন প্রতিযোগী নিয়ে অশোকনগরে আয়োজিত হল ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়। শনিবারের কনকনে সকালে অশোকনগরের রাস্তা ধরে ১০ কিলোমিটার দৌড়লেন পুরুষ-মহিলা এমনকি খুদেরাও।
advertisement

অশোকনগর হরিপুর ময়দান থেকে শুরু হয় এই দৌড়। শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এই দৌড় শেষ হয় হরিপুরেই। টাউন অলিম্পিক কমিটি এই ম্যারাথন দৌড়র আয়োজন করেছিল। এই ১০ কিলোমিটার দৌড় ঘিরে অশোকনগরবাসীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মত। রাস্তার দু'পাশে বহু সাধারণ মানুষ শীতের সকালে প্রতিযোগীদের উৎসাহ দিতে হাজির ছিলেন। অশোকনগর হরিপুর ময়দান থেকে শুরু হয়ে শেরপুর, আট নম্বর কালিবাড়ি মোড়, তিন নম্বর স্টেডিয়াম, চৌরঙ্গী ও কচুয়া হয়ে পুনরায় হরিপুর ময়দানে এসেই দৌড় শেষ হয়।

advertisement

আরও পড়ুন: সরকারি আবাসনের হাল জানতে দুর্গাপুরে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি

অশোকনগর টাউন অলিম্পিক কমিটি সারা বছরই নানা খেলার আয়োজন করছে। এই বছর তাদের দ্বিতীয় বর্ষ চলছে। জেলার নানান প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা এদিনের এই ম্যারাথন দৌড়ে অংশ নেন। ছোট ছোট ছেলেমেয়েদের পাশাপাশি বাড়ির মহিলারাও দৌড়ন। নিয়মিত প্রশিক্ষণ নেওয়া প্রতিযোগীদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ন সাধারণ মানুষ। ছ'বছরের শিশু থেকে শুরু করে ৪৫ বছর বয়সী মহিলা-পুরুষরাও দৌড়ন এই ম্যারাথনে। ড্রোনের মাধ্যমে দৌড়ের গোটা পথে নজরদারি চালানো হয়। প্রতিযোগীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁদের সঠিক চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা রাখা হয়েছিল।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রুদ্রনারায়ণ রায়

বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: হাড় কাঁপানো ঠান্ডায় ম্যারাথন দৌড়! ৬ বছরের খুদে থেকে ৪৫-এর মাঝবয়সী, দৌড়ালেন সবাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল