TRENDING:

Dakat Kali Mandir: পৌষে বিশেষ পুজো, মেলা! ভক্তদের উপচে পড়া ভিড়, জানুন ইছামতির তীরে ৩৫০ বছরের পুরনো 'জাগ্রত' ডাকাত কালী মন্দিরের অজানা ইতিহাস

Last Updated:

North 24 Parganas Dakat Kali Mandir: জেলার সীমান্ত শহর বনগাঁর ঐতিহ্যবাহী সাতভাই কালীতলা মন্দিরে পৌষ মাস জুড়েই চলছে বিশেষ পুজো ও ধর্মীয় মেলা। ইছামতি নদীর তীরে অবস্থিত এই মন্দির ‘ডাকাত কালী’ নামেই পরিচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: জেলার সীমান্ত শহর বনগাঁর ঐতিহ্যবাহী সাতভাই কালীতলা মন্দিরে পৌষ মাস জুড়েই চলছে বিশেষ পুজো ও ধর্মীয় মেলা। ইছামতী নদীর তীরে অবস্থিত এই মন্দির ‘ডাকাত কালী’ নামেই পরিচিত। দেবী মার কাছে পূজো দিতে প্রতি বছরই বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়, এবছরও ব্যাপক ভিড় দেখা যাচ্ছে এই মন্দিরকে ঘিরে।
advertisement

মন্দির সূত্রে জানা যায়, সাতভাই কালীতলা মন্দিরে কালীপুজোর ঢল নামে কার্তিক মাস থেকেই এবং তা চলে পৌষ মাস পর্যন্ত। তবে পৌষ মাসে এই পুজো বিশেষ গুরুত্ব পায়। বিশেষ করে পৌষ মাসের প্রতি শনি ও মঙ্গলবার ভক্তদের ঢল বেশি দেখা যায় মন্দির চত্বরে। এই দিনগুলিতে দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা মানত করতে ও পুজো দিতে উপস্থিত হন জাগ্রত এই কালীমন্দিরে। এখন তাই পুজো উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে বিশাল মেলা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ- সব বয়সের মানুষের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের চেহারা নিয়েছে।

advertisement

আরও পড়ুন: কৃষি প্রধান ভারতে জলবায়ুর বদলকে সঙ্গী করেই কীভাবে হবে আর্থিক-সামাজিক উন্নয়ন! ঝাড়গ্রামে বিশেষ আয়োজন, পথ দেখাল ডিআরসিএসসি

শোনা যায়, ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে কালীঠাকুর বলেছিলেন, ‘তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না?’ এই শুনে ডাকার দল কালীঠাকুরকে সঙ্গে নিয়ে আসে। কিন্তু কোথায় রাখবে দেবীপ্রতিমাকে? শেষ পর্যন্ত, প্রায় ৩০০ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে এসে হাজির হল ডাকাত দল। বন-জঙ্গলে ঘেরা বট গাছের নীচে প্রতিষ্ঠা করা হল  কালীমূর্তি। সেই থেকে চলে আসছে বনগাঁর সাত ভাই কালীতলার পুজো। যা প্রায় ৩৫০ বছরের পুরনো।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পৌষে বিশেষ পুজো, মেলা! ভক্তদের উপচে পড়া ভিড় ইছামতির তীরে 'জাগ্রত' ডাকাত কালী মন্দিরে
আরও দেখুন

আগত ভক্তদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দির চত্বরে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। সবমিলিয়ে এখন এই মন্দিরকে ঘিরে উৎসবের আবহে মেতে রয়েছেন এলাকার মানুষজন।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dakat Kali Mandir: পৌষে বিশেষ পুজো, মেলা! ভক্তদের উপচে পড়া ভিড়, জানুন ইছামতির তীরে ৩৫০ বছরের পুরনো 'জাগ্রত' ডাকাত কালী মন্দিরের অজানা ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল