মন্দির সূত্রে জানা যায়, সাতভাই কালীতলা মন্দিরে কালীপুজোর ঢল নামে কার্তিক মাস থেকেই এবং তা চলে পৌষ মাস পর্যন্ত। তবে পৌষ মাসে এই পুজো বিশেষ গুরুত্ব পায়। বিশেষ করে পৌষ মাসের প্রতি শনি ও মঙ্গলবার ভক্তদের ঢল বেশি দেখা যায় মন্দির চত্বরে। এই দিনগুলিতে দূর-দূরান্ত থেকে আগত ভক্তরা মানত করতে ও পুজো দিতে উপস্থিত হন জাগ্রত এই কালীমন্দিরে। এখন তাই পুজো উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় বসেছে বিশাল মেলা। শিশু থেকে শুরু করে বৃদ্ধ- সব বয়সের মানুষের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবের চেহারা নিয়েছে।
advertisement
শোনা যায়, ডাকাতি করে ফেরার সময় ডাকাতদের উদ্দেশ্যে কালীঠাকুর বলেছিলেন, ‘তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না?’ এই শুনে ডাকার দল কালীঠাকুরকে সঙ্গে নিয়ে আসে। কিন্তু কোথায় রাখবে দেবীপ্রতিমাকে? শেষ পর্যন্ত, প্রায় ৩০০ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে বনগাঁর ইছামতি নদীর ধারে এসে হাজির হল ডাকাত দল। বন-জঙ্গলে ঘেরা বট গাছের নীচে প্রতিষ্ঠা করা হল কালীমূর্তি। সেই থেকে চলে আসছে বনগাঁর সাত ভাই কালীতলার পুজো। যা প্রায় ৩৫০ বছরের পুরনো।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগত ভক্তদের নিরাপত্তা ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মন্দির চত্বরে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন। সবমিলিয়ে এখন এই মন্দিরকে ঘিরে উৎসবের আবহে মেতে রয়েছেন এলাকার মানুষজন।





