West Bardhaman News: সরকারি আবাসনের হাল জানতে দুর্গাপুরে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি

Last Updated:

সরকারি আবাসন নিয়ে অভিযোগের শেষ নেই। তা মেরামত না হওয়ার বিষয় যেমন আছে, তেমনই আবাসিকদের একাংশের ব্যক্তিগত সম্পত্তি ভেবে দিনের পর দিন থেকে যাওয়ার অভিযোগও কম নয়। এই অবস্থার পরিবর্তন ঘটাতে সচেষ্ট হল বিধানসভার স্ট্যান্ডিং কমিটি

+
স্ট্যান্ডিং

স্ট্যান্ডিং কমিটি

#পশ্চিম বর্ধমান: বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যদের বিশেষ দুর্গাপুর পরিদর্শন। বীরভূম হয়ে তাঁরা দুর্গাপুরে পৌঁছন। দুর্গাপুরের বিভিন্ন সরকারি আবাসনগুলি তাঁরা ঘুরে দেখেন। সেখানকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন। তাঁদের সুবিধা-অসুবিধা জানার চেষ্টা করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।
রাজ্য সরকারি আবাসনগুলির বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার উদ্দেশ্যেই স্ট্যান্ডিং কমিটির এই দুর্গাপুর সফর। সরকারি আবাসনগুলির বর্তমান পরিস্থিতি দেখার পাশাপাশি তাঁরা কয়েকটি হোটেল‌ও পরিদর্শন করেন। সরকারি গাইডলাইন সঠিকভাবে মেনে হোটেলগুলি তৈরি হয়েছে কিনা এবং সেগুলি সরকারি নির্দেশিকা মতই চলছে কিনা সেটা ভালো করে খতিয়ে দেখেন স্ট্যান্ডিং কমিটি সদস্যরা।
advertisement
advertisement
শনিবার দুর্গাপুরের সগড়ভাঙা এলাকা পরিদর্শন করে বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। এই এলাকায় বেশ কিছু সরকারি আবাসন আছে। সরকারি আবাসনগুলো বেশ পুরনো হয়ে গিয়েছে। এগুলো নিয়ে আবাসিকরা দীর্ঘদিন ধরেই নানান অভিযোগ তুলছেন। এই সরকারি আবাসন মেরামতের যেমন বিষয় আছে, তেমনই পৈত্রিক সম্পত্তির মতো করে সরকারি আবাসন ব্যবহারেরও অভিযোগ আছে আবাসিকদের একাংশের বিরুদ্ধে। অনেক জায়গায় আবাসন মেরামতের পাশাপাশি জল, বিদ্যুতের ব্যবস্থাও ঠিকঠাক নেই। এই সমস্ত বিষয়‌ নিয়েই আবাসিকদের সঙ্গে সরাসরি কথা বলেছেন বিধানসভা স্ট্যান্ডিং কমিটির সদস্যরা। স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে সবকিছু ভালো করে খতিয়ে থেকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে আবাসিকদের।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: সরকারি আবাসনের হাল জানতে দুর্গাপুরে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement