উত্তর ২৪ পরগনার শ্যামনগরের পিনকল এলাকায় শনিবার ঘটে এমন বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। জানা যাচ্ছে, গাড়ির সিট কভার তৈরির একটি দোকানে হঠাৎ আগুন লেগে যায়। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনের তীব্রতা এতটাই ছিল যে পাশেই দাঁড়িয়ে থাকা একটি বাসেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। ঘটনার সময় দোকানটি বন্ধ ছিল, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে পুরো দোকান ও একটি বাস সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: জুনিয়র মিস ইন্ডিয়া মঞ্চে মালদহের জয়জয়কার! বাংলার সংস্কৃতিকে ফোকাস, খেতাব জয় ১০ বছরের মধুপর্নার
অগ্নিকাণ্ডের সময় প্রথমে স্থানীয়রা আগুন দেখে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং দ্রুত খবর দেওয়া হয় নোয়াপাড়া থানায়। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন গারুলিয়া পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা পঙ্কজ দাস। তিনি জানান, কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নোয়াপাড়া থানার পুলিশ ও দমকল বিভাগ।
ভয়াবহ এমন অগ্নিকাণ্ডের ঘটনায় বিপুল ক্ষতির সম্মুখীন তা নিয়ে কোনও সন্দেহ নেই। স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষয়ক্ষতির হিসেবও চলছে। তবে কীভাবে আগুন লাগল তা সম্পর্কে স্থানীয়রা কিছু বলতে পারছেন না। তদন্তের পরই বোঝা যাবে আগ্নিকাণ্ডের আসল কারণ।
