দুর্বল ও কাঁচা নদীবাঁধ সুন্দরবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে উঠেছে। অতীতে আমফান, ইয়াশ ও আয়লার মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়ে একের পর এক নদীবাঁধ ভেঙে পড়েছে। তার জেরে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে সামাজিক জীবন ও জীবিকা। কৃষিজমিতে নোনা জল ঢুকে বহু পরিবার চরম সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের কুমিরমারি এলাকায় কিছুটা হলেও স্বস্তির খবর মিলল।
advertisement
ডাঁসা নদীর তীরে নির্মিত হয়েছে কংক্রিটের বাঁধ। দীর্ঘদিন ধরে নদীভাঙনের আতঙ্কে থাকা কুমিরমারি, রূপমারী সহ একাধিক গ্রামের মানুষ এই বাঁধ নির্মাণে আশার আলো দেখছেন। স্থানীয়দের দাবি, ডাঁসা নদীর কাঁচা বাঁধ বারবার প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়ত। ফলে নদীর নোনা জল ঢুকে কৃষিজমি উর্বরতা হারাত, ক্ষতিগ্রস্ত হত ফসল। এবার কংক্রিটের বাঁধ হওয়ায় সেই আশঙ্কা অনেকটাই কমেছে বলে মনে করছেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও গ্রামবাসীদের দাবি, এই উদ্যোগ এখানেই থেমে থাকলে চলবে না। আরও কয়েক কিলোমিটার জুড়ে কংক্রিটের বাঁধ নির্মাণের প্রয়োজন রয়েছে। তবে দীর্ঘদিনের লড়াইয়ের পর ডাঁসা নদীতে কংক্রিটের বাঁধ পাওয়ায় খুশি ও আশাবাদী সুন্দরবনের প্রান্তিক মানুষ।





